জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

দেওঘরে রোপওয়ে দুর্ঘটনার কবল থেকে বেঁচে ফিরলেন দম্পতি

এনএফবি,গঙ্গারামপুরঃ

ঝাড়খণ্ডের দেওঘরে রোপওয়ে দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে বাড়ি ফিরলেন গঙ্গারামপুরের এক দম্পতি।মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোনালেন সেই মর্মান্তিক দুর্ঘটনার কথা।

বাড়িতে ফিরেও এক প্রকার আতঙ্কে রয়েছেন ঐ দম্পতি।জানা যায়, গঙ্গারামপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়ণপুর আউট কলোনির বাসিন্দা সুধীর কুমার দত্ত, তার স্ত্রী বেবি দত্ত। চলতি মাসের ৮ তারিখে সুধীর বাবু স্ত্রীকে নিয়ে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে বড় মেয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে তারা জামাই ও মেয়ের শ্বশুড়,শাশুড়ির সঙ্গে ৯ তারিখে টুরিস্ট বাসে করে দেওঘরে যান। দেওঘরে পৌঁছে তারা বিভিন্ন মন্দির ঘুরে পুজো দেন। তারপর ত্রিকূট পাহাড়ের রোপওয়েতে ওঠেন।রোপওয়ে ওঠার ১ ঘন্টার মাথায় পাহাড় থেকে নামার সময় দুর্ঘটনার কবলে পড়েন গঙ্গারামপুরের ইন্দ্র নারায়ণপুর আউট কলোনির বাসিন্দা সুধীর কুমার দত্ত। তারপর শূন্য পাহাড়ের ওপরে দুর্ঘটনাগ্রস্থ রোপওয়ে ভেতরে কেটেছে প্রায় ২৪ ঘন্টা। দুর্ঘটনার ২৪ ঘন্টা পর সেনা ও বিমানবাহিনী সুধীর বাবুকে উদ্ধার করে। তারপরে তাদের হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন তিনি। কিন্তু বাড়ি ফিরেও এক প্রকার আতঙ্কে রয়েছেন ঐ দম্পতি।

রাতে আতঙ্কে ঘুম আসছে না ইন্দ্র নারায়নপুর আউট কলোনির ঐ দম্পতির।এদিন তাঁদের বাড়িতে গেলেও চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা যায়। রোপওয়ে কথা শুনে আতঙ্কে ভয় পাচ্ছেন তারা।