জুলাই 5, 2024
Latest:
রাজ্যলেটেস্ট

মৃতা নিজেই গায়ে আগুন লাগিয়েছে- বর্ধমান মেডিক্যালে তদন্ত কমিটির রিপোর্ট

এনএফবি, নিউজ ডেস্কঃ

বর্ধমান মেডিক্যাল কলেজের অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রবিবার পাঁচ সদস্যের তদন্ত কমিটি যে রিপোর্ট পেশ করেন তাতে জানানো হয়েছে, সন্ধ্যারাণি মন্ডল নামে মৃতা রোগিণী নিজেই গায়ে আগুন লাগান। ওয়ার্ডের সিসি ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। হাসপাতালের বেডে শুয়ে লাইটার ব্যবহার করে নিজের দেহে আগুন ধরান তিনি। তারপর দাউ দাউ করে জ্বলে ওঠে তাঁর শয্যা।

তদন্তকারীরা জানিয়েছেন, হাসপাতালের কোনও যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিটের জেরে আগুন ধরেনি। রিপোর্টে আরও বলা হয়েছে, কোনও রোগী হাসপাতালের ওয়ার্ডের ভিতরে নিজের গায়ে আগুন দিতে পারেন এটা আগে থেকে কারও পক্ষে অনুমান করা সম্ভব হয়নি। তবে আগুন দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ওই ওয়ার্ডে থাকা বাকি তিন রোগীকে সরিয়েছেন হাসপাতাল কর্মীরা।

শনিবার ভোরে বর্ধমান মেডিক্যাল কলেজের ৬ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে মৃত্যু হয় সন্ধ্যারানি মণ্ডল নামে গলসির এক বাসিন্দার। প্রাথমিকভাবে মশা মারার ধূপ থেকে এই আগুন লাগার ঘটনা বলে মনে করা হচ্ছিল।

এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটির রিপোর্টেই উঠে এল এই তথ্য। এ দিকে ঘটনার পর গোটা হাসপাতালের অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। তবে এই রিপোর্টের পর করোনা ওয়ার্ডের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।