জুলাই 3, 2024
Latest:
জেলা

শহর বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের

এনএফবি, জলপাইগুড়িঃ

করোনার পরিস্থিতিতে আপাতত মাসে চারদিন পুরো শহর বন্ধের সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি জেলা প্রশাসন। চলতি মাসের ১৯,২২,৩০,৩১ পুরো শহর বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সারা পৃথিবীর সাথে গোটা দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে। তৃতীয় ঢেউ থেকে পিছিয়ে নেই জলপাইগুড়ি শহরও। বিভিন্ন বাজার দোকান গুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য সোমবার জলপাইগুড়ি পুরসভার আলোচনা কক্ষে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। যেখানে সদর মহকুমা শাসক সুদীপ পাল, পৌর প্রশাসক বোর্ডের সদস্যরা ছাড়াও বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
জরুরি পরিষেবা ছাড়া কোন ব্যবসায়ী সংস্থা খোলা থাকবেনা সোমবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের উপস্থিতিতে পুর কর্তৃপক্ষ ও বাজার কমিটি, টোটো সংগঠন এছাড়া বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়।

মিটিং শেষে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ‍্যাটার্জ্জী বলেন “করোনার জন্য এই মাসে চারদিন পুরো শহর বন্ধ থাকবে। আগামী মাসে নতুন ভাবে সিদ্ধান্ত জানানো হবে।”