হাইকোর্টের নির্দেশে ৪ টে দোকানঘর ভাঙলেন জেলা প্রশাসন

হাইকোর্টের নির্দেশে ৪ টে দোকানঘর ভাঙলেন জেলা প্রশাসন

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

হাইকোর্টের নির্দেশে ৪টে দোকানঘর ভেঙে গুঁড়িয়ে দিলেন প্রশাসন। এমনই এক ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েতের রাসন মৌজায় কুদি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, দীর্ঘ প্রায় ২০ থেকে ২২ বছর ধরে কুদিতে রাস্তার ধারে পিডব্লিউডির(PWD) জায়গার উপরে স্থানীয় এলাকার বেশ কয়েক জন অবৈধ নির্মাণ করেছিল বলে অভিযোগ। পাশাপাশি দোকান ঘর করে পসরা সাজিয়ে রমরমিয়ে ব্যবসা করছিল তারা। বহুবার প্রশাসনের তরফ থেকে নির্দেশ থাকা সত্ত্বেও কর্ণপাত করেনি তারা ৷ এরপরে অভিযোগকারী পুরঞ্জন সাউ ও প্রদীপ মাইতি কোলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তারা ২০২০ সালে উচ্চ আদালতে মামলাও করেন। প্রায় দু’বছর পর চারখানা অবৈধ নির্মাণ প্রশাসনকে ভাঙার নির্দেশ দেন উচ্চ আদালত।

হাইকোর্টের নির্দেশে ৪ টে দোকানঘর ভাঙলেন জেলা প্রশাসন
নিজস্ব চিত্র

তবে আদালতের নির্দেশক্রমে শনিবার এগরার কুদিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন ঘোষ ও এগরার আইসি মৌসম চক্রবর্তীর নেতৃত্বে বিশাল সংখ্যক পুলিশ বাহিনীর উপস্থিতিতে চারখানা খানা অবৈধ নির্মাণ (দোকান ঘর) উচ্ছেদ করা হয়েছে বলে দাবি প্রশাসনের। তবে কুদিতে আরও অবৈধ নির্মাণ ভাঙার দাবিতে সরব হন এলাকা বাসীর একাংশ। কিন্তু এই বিষয়ে অবিলম্বে প্রশাসনের পদক্ষেপ দাবি করেছেন গ্রামবাসীরা। তবে গ্রামবাসীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি প্রশাসনের।

আরও পড়ুনঃ পাঁশকুড়ায় উল্টে গেলো মৌমাছি বোঝাই পিক-আপ ভ্যান, চাঞ্চল্য – NF Bangla Private Limited (newsfrontbangla.com)