জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

রাজ্য কিক বক্সিং প্রতিযোগিতায় জেলার ঝুলিতে একাধিক পদক

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

আত্মরক্ষা ও শরীর মজবুত রাখতে কিক বক্সিং একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে রাজ্যস্তরে জেলার মুখ উজ্জ্বল করলো প্রতিযোগিরা। গত ২০ মে থেকে ২২ মে পর্যন্ত দূর্গাপুরের সিধুকানু স্টেডিয়ামে ওয়াকো ইন্ডিয়া কিকবক্সিং ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় রাজ্য কিকবক্সিং প্রতিযোগিতা।

পূর্ব মেদিনীপুর জেলার ৫০ জন প্রতিযোগীর মধ্যে ২৪ জন প্রতিযোগী রাজ্যস্তরে খেলার ছাড়পত্র পেয়েছিলো। পূর্ব মেদিনীপুর স্পোর্টস কিকবক্সিং এসোসিয়েশনের প্রশিক্ষকরা এই বাছাই পর্ব করে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য পাঠায়। ২৪ জন প্রতিযোগীদের মধ্যে ২৩ জন পদক অর্জন করে। যার মধ্যে সোনা পেয়েছে ৭ জন, রুপো ৮ জন বাকিরা ব্রোঞ্জ পদক। গত সোমবার দুপুরে প্রতিযোগীরা বাড়ি ফেরেন। এক সাথে এতো গুলো পদক পাওয়ায় খুশি এলাকার মানুষ থেকে অভিভাবকরা। এদিন প্রতিযোগী ও প্রশিক্ষক বিধান জানাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। জয়ের পর উচ্ছাসে ফেটে পড়েন প্রতিযোগী, অভিভাবক থেকে স্থানীয় মানুষ জন। প্রশিক্ষক তথা পি এম এস কে এ-এর সেক্রেটারি বিধান জানা জানান, “জেলার আন্তঃক্লাব প্রতিযোগিতায় যারা সুযোগ পেয়েছিল তাদের মধ্যে থেকেই ৫০ জন প্রতিযোগীদের নিয়ে বাছাই করা হয়। ২৪ জন প্রতিযোগী রাজ্যস্তরে খেলার সুযোগ পেয়ে ছিলো। তাদের মধ্যে ২৩ জন পদক অর্জন করেছে, যার মধ্যে সোনা ৭, রুপো ৮ এবং বাকিরা ব্রোঞ্জ পেয়েছে। খুব ভালো লাগছে।”

এছাড়া তিনি আরও জানান, “আগামী মাসে কলকাতায় জাতীয় স্তরের প্রতিযোগিতা রয়েছে। সেই প্রতিযোগিতায় জেলার সোনা ও রুপো পদক প্রাপ্তরা অংশ গ্রহণের সুযোগ পাবে। হাতে সময় কম। জাতীয় স্তরে সকলে সোনা পেয়ে যাতে আন্তর্জাতিক স্তরের খেলায় অংশ গ্রহন করতে পারে তার জন্য এখন থেকে আমরা প্রশিক্ষণ শুরু করে দিয়েছি।”জেলার প্রতিযোগিরা সোনা, রুপো ও ব্রোঞ্জ পদক পাওয়ায় খুশি প্রতিযোগি থেকে অভিভাবক সকলেই।