জুলাই 3, 2024
Latest:
জেলাফিচার

আক্রান্ত আধিকারিককে দেখতে হাসপাতালে জেলাশাসক, কালো ব্যাজ পরে প্রতীকী প্রতিবাদ

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

গতকাল বালুরঘাটের বিডিও অনুজ শিকদারকে মারধরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বালুরঘাট বিডিও অফিসের কর্মীরা কালো ব্যাচ পড়ে প্রতীকী প্রতিবাদ জানান।

উল্লেখ্য, গতকাল বালুরঘাট ব্লকের অন্তর্গত ডাংগা গ্রাম পঞ্চায়েতে বিজেপির ডাকা অনাস্থা বৈঠক ছিল। ২০ সদস্য বিশিষ্ট পঞ্চায়েতে তৃণমূলের এক সদস্য মারা যাওয়ায় এ মুহূর্তে বিজেপি সদস্য ১০ এবং তৃণমূল সদস্য ৯।

বিজেপির অভিযোগ সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও প্রশাসন অনাস্থা বৈঠক বাতিল করে দেয়। এই ঘটনায় ক্ষুব্ধ বিজেপি নেতা সুভাষ সরকার বিডিও অফিসে এসে চেয়ার ছুঁড়ে বিডিওকে মারে। ঘটনায় সুভাষ সরকারের নামে বালুরঘাট থানার অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি, ডাংগা গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্যের বিরুদ্ধেও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগও দায়ের করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

প্রতীকী প্রতিবাদ। নিজস্ব চিত্র

মঙ্গলবার জয়েন্ট বিডিও সুশান্ত প্রামানিক জানান, কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে এদিন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন বিডিওর সাথে দেখা করতে আসেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা। জেলাশাসক জানান, কর্মরত অবস্থায় একজন আধিকারিককে মারার ঘটনায় পুলিশ ব্যবস্থা নিচ্ছে। দুষ্কৃতীর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজের স্ক্রিনশট

তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা কোঅর্ডিনেটর সুভাষ চাকী জানান, ঘৃণ্য অপরাধ। কোন অভিযোগ থাকলে আন্দোলনের মাধ্যমে বা আদালতের মাধ্যমে যেতে পারতেন। কিন্তু এভাবে একজন সরকারি আধিকারিককে মারার জন্য তৃণমূল ধিক্কার জানায়।

তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু জানান, মারধরের বিষয়টি জানা নেই। তবে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও যেভাবে অনাস্থা বাতিল করা হলো তা নিন্দনীয়।