জুলাই 8, 2024
Latest:
জেলাফিচার

করোনা পরিস্থিতি কাটিয়ে খুলতে চলেছে ভুটান পর্যটনের দরজা

এনএফবি, আলিপুরদুয়ারঃ

অবশেষে করোনা পরিস্থিতি কাটিয়ে খুলতে চলেছে ভুটান পর্যটনের দরজা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ সেপটেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে জয়গাঁর ভুটান গেট। ভুটান প্রশাসনের পক্ষ থেকে এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে বুধবার ।

পর্যটকদের জন্যে কিছু নিয়ম বেঁধে দিয়েছে ভুটান সরকার।দেশে প্রবেশের পর কোয়ারিন্টিনের কথা না বলা হলেও দিতে হবে সাসটেনেবল ডেভেলপমেন্ট ফি। প্রথমে ভুটানের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পর্যটকরা যতদিন সে দেশে থাকবে তার হিসেবে টাকা ট্যুর অপারেটরদের কাছে জমা দিতে হবে। এই নিয়মটি আর থাকছে না।বর্তমানে তার বদলে এসডিএফ সরাসরি ভুটান সরকারকে দিতে হবে পর্যটকদের।মেনে চলতে হবে কোভিড গাইড।হোটেল ,রেস্তোরাগুলিকেও তাই বলা হয়েছে।

সেই অনুযায়ী কর্মীদের প্রশিক্ষণ দিতে বলা হয়েছে। ভুটানগেট খোলার নির্দেশিকা চলে আসায় খুশি জয়ঁগা এলাকার ব‍্যবসায়ীরা।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র