জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

স্বপ্ন অধরা, জোড়া শতরানে ম্যাচ জয় ইংল্যান্ডের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

জো রুট ও জনি বেয়ারস্টোরের ২০০ রানের দুর্ধর্ষ পার্টনারশিপটাই যেন বদলে দিল সমস্ত হিসাব। চতুর্থ দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত যে ম্যাচে জয়ের দিকে এগিয়ে ছিল ভারত, সেখানেই শেষ দেড়দিনে বদলে গেল গোটা চিত্রটা। জো রুট ও জনি বেয়ারস্টোর দুর্ধর্ষ পার্টনারশিপেই শেষ হয়ে গেল ভারতীয় দলের সমস্ত আশা। দূর্ভেদ্য এজব্যাস্টনে এগিয়ে থেকেও শেষরক্ষা হল না। হেরেই মাঠ ছাড়তে হল টিম ইন্ডিয়াকে। সেইসঙ্গে ১৫ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্নও অধরাই রয়ে গেল ভারতের। রুট ও বেয়ারস্টোর জোড়া শতরানে ৭ উইকেট ম্যাচ জয় ইংল্যান্ডের।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে শেষ হয়ে গিয়েছিল ভারত। তবে লিড ছিল ৩৭৭ রানের। ইংল্যান্ডের হাতে ছিল দেড় দিন। ৩৭৮ রান তোলার লক্ষ্যে তাড়াহুড়ো নয়, ধীরে চলো নীতিই নিয়েছিল ব্রিটিশ বাহিনী। আর তাতেই সফল ইংল্যান্ড। চতুর্থ দিনের শেষ সেশন এবং পঞ্চম দিন ভারতীয় বোলাররা কার্যত ব্যর্থই ছিলেন। তিন উইকেটের বেশী আর উইকেট তুলতে পারেননি তারা। আর সেই সঙ্গে গোটা এজব্যাস্টন দেখল দুই তারকার দাপুটে ব্যাটিং। রুটের ১৪২ ও বেয়ারস্টোর ১১৪ রানে ভর করে মধ্যাহ্নভোজের আগেই ম্যাচ জিতে নিল ব্রিটিশ বাহিনী।চতুর্থ দিন চা বিরতির পরই ইংল্যান্ডের তিন উইকেট তুলে নিয়েছি ভারত। জসপ্রীত বুমরাহ নিয়েছিলেন জোড়া উইকেট। কিন্তু সেই লড়াইটা ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার জন্য বোধহয় যথেষ্ট ছিল না। প্রথম ইনিংসে না পারলেও, ভারতের বিরুদ্ধে এদিন অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন জো রুট। সেইসঙ্গে প্রথম ইনিংসে পর দ্বিতীয় ইনিংসেও স্ব মহিমায় ছিলেন জনি বেয়ারস্টো। চতুর্থ দিনই জয়ের রাস্তাটা কার্যত প্রশস্ত করে ফেলেছিল তারা।ভারতের বিরুদ্ধেই টেস্ট কেরিয়ারের ২৮ তম সেঞ্চুরীটা এদিন করে ফেললেন জো রুট। আর সেইসঙ্গে ইংল্যান্ডের জয়ের রাস্তাটাও পাকা করে ফেলেছিলেন তারা। পঞ্চম দিন আর কোনও স্ট্র্যাটেজিও সফল হয়নি ভারতীয় দলের। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশী রান তাড়া করে জিতে রেকর্ডও গড়ল এদিন ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে সাত উইকেটে ম্যাচ জিতে নিল ইংল্যান্ড।