এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে লরি উল্টে মৃত্যু হলো চালকের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়া এলাকায়। ঘাতক লরিটি উদ্ধার করার পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। জানা গেছে মৃত ব্যক্তির নাম ধর্মেন্দ্র দুবে(৩৮)। বাড়ি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ, গোরক্ষপুর এলাকায়।
জানা গেছে শনিবার ভোরে বুনিয়াদপুরের দিক থেকে রামপুরে যাচ্ছিল মাছের খাবার বোঝাই একটি লরি।ঠেঙ্গাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায় লরিটি। যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার পর ঘাতক গাড়িটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। যদিও প্রথমে চালকের মৃতদেহ দেখতে পায়নি কেউই। পরে গাড়িটি উদ্ধার হতেই চালকের মৃতদেহ উদ্ধার হয়। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ব্যক্তিকে। ঘটনার পর ঘাতক লরিটি উদ্ধার করার পাশাপাশি আজ রবিবার ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।