জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

বুধবারও নির্বাচন হলো না সভাপতি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

অনেকে অনেক আশা করেছিলেন কিন্তু সেটা পূরণ হলো না। মোহনবাগান ক্লাবে বুধবার দ্বিতীয় কার্যকরী কমিটির বৈঠকেও নির্বাচিত হলো না মোহনবাগান সভাপতি।
একইসঙ্গে সহ সভাপতি করা হল সৃঞ্জয় বসুর ভাই সৌমিক বসুকে। বাকি রইল এক জন সহ সভাপতির পদ । কোয়াপ করে কার্যকরী কমিটিতে আনা হলো অঞ্জন মিত্রর মেয়ে সোহিনী মিত্র চৌবেকে।
বসু ও মিত্র পরিবারের ক্লাবে ফিরে আসার প্রসঙ্গ নিয়ে ক্লাব সচিব দেবাশিস দত্ত জানালেন, “কয়েকদিন ধরে একটা প্রশ্নতে জর্জরিত হতে হচ্ছিল আমাকে যে বসু এবং মিত্র পরিবারের কেউ নেই কমিটিতে। এবার দুই পরিবারের লোকই জায়গা পেলো।” কেন এখনও মোহনবাগান সভাপতি নির্বাচন করা গেল না! বাগান সচিবের বক্তব্য, আগামী এক মাসের মধ্যে আমরা সভাপতি নির্বাচন করবো। আসলে মোহনবাগান সভাপতি খুব বড় পদ। অনেককে নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কারোর নাম করতে চাই না।যে হবে তিনি যোগ্য লোক হবে সমাজের সব দিক থেকে গ্রহণযোগ্য হবেন।”

অর্থাৎ শনিবারের বার্ষিক সাধারণসভা হবে সভাপতি ছাড়াই। এছাড়া সাধারণসভা শেষে হবে ক্লাব লনে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দুটো জিনিসই গঙ্গাপাড়ের ক্লাব ইতিহাসে কখনও হয়নি ।
মাঠ সচিবের পদে অসিত চট্টোপাধ্যায়ের ছেলে তন্ময় চট্টোপাধ্যায় ইস্তফা দেন তার জায়গায় অরূপ বিশ্বাসের ভাই পিন্টু বিশ্বাসকে মাঠ সচিব করা হয়। দুই বছর পিন্টু বিশ্বাস নিজের মেম্বারশিপ কার্ড রিনিউ করেননি। কীভাবে তাকে মাঠ সচিব করা হল প্রশ্ন তোলেন ফুটবল সচিব তথা মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দোপাধ্যায়। স্বপন বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন তার ঘনিষ্ট চিন্ময় চট্টোপাধ্যায় অথবা সন্দীপন বন্দ্যোপাধ্যায়কে মাঠ সচিব করার কথা। কিন্তু স্বপনের আশা পূরণ হয়নি। এই বিষয়ে ক্লাবের সহসভাপতি কুণাল ঘোষ জানালেন, “কিছু জিনিসে মতের অমিল হতেই পারে কিন্তু ক্লাবের গণতান্ত্রিক পরিবেশ আছে।”

এদিনের বৈঠকে আলোচনা হয়েছে ক্লাবের নামের আগে থেকে এটিকে শব্দ মুছে ফেলা নিয়েও। সচিবের বক্তব্য, ‘‘নাম নিয়ে আলোচনা হচ্ছে। কালকেই সমাধান হয়ে যাবে না। একটু সময় লাগবে। নিশ্চিত ভাবে সমাধান হবে।’’ ভাল দল তৈরি এবং isl-এ ভাল ফলের জন্য এটিকে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানিয়েছেন বাগান সচিব । তিনি জানান,”সঞ্জীব গোয়েঙ্কাকে আমরা আর ইনভেস্টর হিসেবে মনে করিনা। তিনিও এখন ক্লাবেরই একজন।”