জুলাই 5, 2024
Latest:
ফিচারশিক্ষা ও কেরিয়ার

জেএনইউয়ের প্রথম মহিলা উপাচার্য পণ্ডিত

এনএফবি, নিউজ ডেস্কঃ

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের(JNU) প্রথম মহিলা উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন সন্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত(Santishree Dhulipudi Pandit)। নব নিযুক্ত উপাচার্য সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এবং জনপ্রশাসন বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। ৭ ফেব্রুয়ারি সোমবার অধ্যাপক পণ্ডিতকে পাঁচ বছরের উপচার্য হিসাবে নিয়োগ করেন জেএনইউ বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

৫৯ বছর বয়সী সন্তিশ্রী নিজেও জেএনইউয়ের প্রাক্তণী। তিনি এমফিল এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর পিএইচডি করেছেন এই বিশ্ববিদ্যালয় থেকে। সন্তিশ্রী পূর্বতন উপাচার্য এম জগদেশ কুমারের স্থালাভিষিক্ত হলেন। জগদেশ ৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(UGC)-র চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন।

আরও পড়ুনঃ পাড়ায় শিক্ষালয় বন্ধ করে স্কুলে পঠন পাঠনের দাবিতে বিক্ষোভ

দেশের খ্যাতনামা এই বিশববিদ্যালয়ের নতুন উপাচার্য ১৯৮৮ সালে গোয়া বিশ্ববিদ্যালয় থেকে তাঁর শিক্ষকতা জীবনের সূচনা করেন। ১৯৯৩ সালে পুনে বিশ্ববিদ্যালয়ে চলে আসেন। অধ্যাপনা ছাড়াও দেশের বিভিন্ন শিক্ষা প্রশাসনিক পদের দায়িত্ব পালন করেছেন তিনি। তাছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(UGC), ইণ্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ(ICSSR)-এর সদস্য ছিলেন। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভিজিটর হিসাবেও তিনি মনোনীত হয়েছিলেন। অধ্যাপক পণ্ডিত তাঁর কর্মজীবনে ২৯টি গবেষণা করেছেন।