এনএফবি, কলকাতাঃ
বুধবার ফের বাড়ল কলকাতার তাপমাত্রা। আজ মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্র ২৬ ডিগ্রি অতিক্রম করতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ। কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা গিয়েছে। আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পেয়েছে। সেই ঝঞ্ঝা ক্রমশ পূর্ব ভারতের দিকে এগিয়ে আসছে বলে শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই ঝঞ্ঝার কারণে আজ এবং আগামীকাল বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে।