অনিশ্চয়তায় মহিলা ভলিবল খেলোয়াড়দের ভবিষ্যৎ

এনএফবি, জলপাইগুড়িঃ

চিন্তায় মহিলা ভলিবল খেলোয়াড়রা। তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন একাধিক খেলোয়াড়। উত্তরবঙ্গ থেকে একমাত্র জলপাইগুড়ির মহিলা ভলিবল খেলোয়াড়রা রাজ‍্য পর্যায়ে যাওয়ার সুযোগ পেলেও, খেলতে যাওয়া নিয়ে তারা অনিশ্চিত।

জলপাইগুড়ির মহিলা ভলিবল খেলোয়াড়রা একাধিক খেলায় বিজয়ী হয়েও এখন রাজ‍্য লীগ খেলার সুযোগ বিগত চার বছর থেকে পেয়ে আসছে। এই বারও সেই সুযোগ পেয়েছে তারা। কিন্তু আর্থিক কারণে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাদের মধ্যে। কোচ সুব্রত রায় বলেন, “অনেক প্রতিকুলতার মধ্যে দিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে এই মহিলা দলের খেলোয়াড়রা। পরিশ্রমও অনেক করে তারা। আশা করা হচ্ছে ভালো ফল করবে। কারণ গতবার তারা দ্বিতীয় স্থান অর্জন করতে পেরেছিল ।

মহিলা ভলিবল খেলোয়াড়। নিজস্ব চিত্র

এই বার তাদের হয়তো যাওয়া হবেনা। কারণ অনেকটাই টাকার দরকার। তাই সকলের কাছে কিছু আর্থিক সাহায্য চেয়েছেন তিনি এই খেলোয়াড় দের জন্য। যদিও তারা আশাবাদী জলপাইগুড়ির বিধায়ক ও সংসদ তাদের জন্য কিছু করবেন।