জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

দেশকে টি – টোয়েন্টি বিশ্বকাপ আর এশিয়া কাপ জেতানো লক্ষ্য বিরাটের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

দেশের জার্সি থেকে আইপিএলের মঞ্চ। এখনও পর্যন্ত বিরাট কোহলির ব্যাটে তেমন রানের দেখা নেই। যদিও বিরাট কিন্তু এত সহজেই হার মানার পাত্র নন। সামনেই রয়েছে এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপ। নিজের লক্ষ্যটা বোধহয় এখন থেকেই ঠিক করে ফেলেছেন তিনি। অধিনায়ক হিসাবে পারেননি তিনি। কিন্তু ক্রিকেটার বিরাট কোহলি হিসাবে তাঁর লক্ষ্য এখন এই ট্রফি জেতা। আর সেটাই এখন বিরাট কোহলিকে মোটিভেশন যোগাচ্ছে। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে নামবে ভারত।

২০১৯ সালের পর থেকে বিরাট কোহলির ব্যাটে শতরানের দেখা নেই। ক্রিকেটের বিভিন্ন ফর্ম্যাটেই বড় রান পেতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। এবারের আইপিএলেও বিরাট কোহলিকে সেই পুরনো ফর্মে দেখা যায়নি। এখনও পর্যন্ত আইপিএলের ১৩ ম্যাচ খেলে মাত্র ২৩৬ রান করতে পেরেছেন বিরাট কোহলি। শুধু তাই নয়, এবারের আইপিএলে তিনবার শূন্যরানে ফিরতেও হয়েছে বিরাট কোহলিকে।যদিও বিরাট কোহলি কিন্তু ঘুরে দাঁড়াতে প্রস্তুত। একইসঙ্গে নিজের লক্ষ্যও একেবারে স্থির করে ফেলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। নিজের খেলায় বিশেষ মনোযোগ দেওয়ার জন্য সমস্ত ফর্ম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। এখন থেকেই বিরাটের ফোকাস সামনের দুটো বড় প্রতিযোগিতা। গত টি টোয়েন্টি বিশ্বকাপে পারেননি। এই টি টেয়োন্টি বিশ্বকাপে সেটাই করতে চান তিনি। ভারতকে জেতানোই এখন প্রধান লক্ষ্য বিরাট কোহলির।

স্টার স্পোর্টসে হরভজন সিংয়ের সঙ্গে একটি আলোচনার সময় বিরাট কোহলি জানিয়েছেন,” আমি জানি রান পেতে শুরু করলেই কেমনভাবে ফের মোটিভেশন ফিরে পাব। ভারতকে এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে চাই, এটাই আমার সবচেয়ে বড় মোটিভেশন। এই মুহূর্তে আমার প্রধান ফোকাস রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে এবং এশিয়া কাপে। এই দুই প্রতিযোগিতাই ভারতকে জেতাতে চাই আমি। তার জন্য যা যা করতে হয় সবকিছু করতে প্রস্তুত রয়েছি।”