ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে দুয়ারে সরকার

এনএফবি, কলকাতাঃ

করোনার কোপে স্থগিত হয়ে যাওয়া দুয়ার সরকার কর্মসুচি শুরু হচ্ছে ফ্রেব্রুয়ারি মাসে। মঙ্গলবার সাংবাদিক সম্মলন করে একথা জানানো হয়েছে। একমাস ধরে চলবে এই কর্মসূচি।

জানা গেছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার চলবে ১৫ মার্চ পর্যন্ত। উল্লেখ্য ২০২০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল দুয়ারে সরকার প্রকল্প। যার মধ্যে দিয়ে সরকারি সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যা মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করে।

পাশাপাশি ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাড়ায় সমাধান কর্মসূচি। চলবে ১৫ মার্চ পর্যন্ত। এলাকার স্থানীয় সমস্যার সমাধানে এই প্রকল্প চালু করেছে বাংলার সরকার। ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় বাসিন্দারা এই সরকারি শিবিরে গিয়ে তাঁদের অভিযোগ জমা করবেন। ১৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযোগ খতিয়ে দেখা হবে।১ মার্চ থেকে ১৫ মার্চের মধ্যে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।