তিরির বিকল্প হিসেবে এক অস্ট্রেলিয়ানকে দলে নিল সবুজ মেরুন ব্রিগেড

ব্রেন্ডন মাইকেল হামিল

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আগামী মরশুমে দলগঠনের কাজ ভালো ভাবেই শুরু করেছে এটিকে মোহনবাগান। এবার অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ব্রেন্ডন মাইকেল হামিলকে সই করাতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড । নিজেদের এশিয়া কোটার প্লেয়ার হিসাবেই হামিলকে সই করাবে গঙ্গাপাড়ের ক্লাব। ২৯ বছরের এই সেন্ট্রাল ব্যাককে নেওয়া হয়েছে তিরির বদলি হিসাবে। কারণ চোট পাওয়া তিরিকে জানুয়ারি মাস অবধি পাওয়া যাবে না। সেই কারণে তিরিকে ছেড়ে দেবে বাগান কর্তৃপক্ষ।এটিকে মোহনবাগানে আসার আগে ব্রেন্ডন মাইকেল হামিল অস্ট্রেলিয়ার দল মেলবোর্ন ভিক্টোরির হয়ে খেলেছেন।


আহত ট্রেন্ট সেন্সবারির বদলি হিসেবে বয়স ভিত্তিক পর্যায়ে অস্ট্রেলিয়া দল থেকে ডাক পেয়েছিলেন ব্রেন্ডন মাইকেল হামিল। ২০১০ সালের এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের জন্য তিনি অস্ট্রেলিয়ার দলে সুযোগ পেয়েছিলেন। ৭ মার্চ ২০১১ সালে তিনি ইরাকের বিরুদ্ধে এশিয়ান অলিম্পিক বাছাইপর্বের ম্যাচে অস্ট্রেলিয়া অলিম্পিক ফুটবল দলে সুযোগ পেয়েছিলেন তিনি। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার জাতীয় দলের বিভিন্ন বয়স ভিত্তিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ক্লাব কেরিয়ারে মেলবর্ন হার্টের হয়ে ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত খেলেছিলেন তিনি। এরপরে কোরিয়ান লিগের ক্লাব সেওঙ্গনামের হয়ে খেলতে দেখা যায় তাকে। পরে লোনে গাঙ্গওয়ানের হয়ে খেলেন তিনি। এরপরে আবার অস্ট্রেলিয়াতে ফিরে আসেন হামিল। পরের বছরে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের হয়ে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত খেলেন তিনি। এরপরের দুই বছর ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে খেলার পরে শেষ মেলবর্ন ভিক্টোরির হয়ে খেলতে দেখা যায় তাকে।এই হাইপ্রোফাইল সিভি দেখেই তাকে দলে নিল কর্তৃপক্ষ।


শেষ দুবার আইএসএলে নজরকাড়া ফুটবল খেলেছিল এটিকে মোহনবাগান। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। একবার ফাইনালে মুম্বই সিটির কাছে হারতে হয়েছিল। অন্যবার স্বপ্ন ভেঙে দিয়েছিল হায়দ্রাবাদ। কিন্তু তাতে দমে যায়নি কলকাতার দলটি। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, তিরির মত নামকরা ফুটবলারদের ছেড়ে দিলেও নতুন বছরের জন্য আরো শক্তিশালী দল গড়ার পথে হাঁটছে তারা।
কিছুদিন আগেই আইএসএল চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ এফসি থেকে আশিষ রাই,আশিক কুরুনিয়ানকে নিশ্চিত করে ATK মোহনবাগান। সবথেকে উল্লেখযোগ্য ঘটনা এই দুই ফুটবলারই মোহনবাগান ক্লাবে এসে সই করেন। এটিকের সঙ্গে মার্জ হওয়ার পরে প্রথম দেখা যায় এই চিত্র।

আরও পড়ুনঃ শঙ্কর রায়ও হাতছাড়া লাল হলুদের – NF Bangla Private Limited (newsfrontbangla.com)