জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

ভারতের ম্যাচেও রিমুভ এটিকে দাবি সবুজ মেরুন সমর্থকদের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এশিয়া কাপ ২০২৩ কোয়ালিফাই ভারত বনাম আফগানিস্তান ম্যাচে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গণে দেখা গেল রিমুভ এটিকে পোস্টার। ম্যাচের শুরুর দিকে সাময়িক সময়ের জন্য এই পোস্টার ঝোলায় এক দল সবুজ-মেরুন সমর্থক।

২০২০ সাল থেকে এটিকে’র সঙ্গে জুটি বেঁধে আইএসএল খেলছে মোহনবাগান। তখন থেকে শতাব্দী প্রাচীন ক্লাবটির ফুটবল টিমের নাম এটিকে মোহনবাগান। ঐতিহ্যশালী ক্লাবটির কোটি কোটি সমর্থক এই নাম মেনে নিতে পারেননি। বিভিন্ন সময়ে এই নামের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তাঁরা। ক্লাবের সামনে যেমন বিক্ষোভ দেখিয়েছে তেমনই সিইএসসি’র ভিক্টোরিয়া হাইস ঘিরে দেখানো হয়েছে প্রতিবাদ। গোষ্ঠ পালের কিছু দিন আগে ইডেন গার্ডেন্সে আইপিএল-এর ম্যাচে সঞ্জীব গোয়াঙ্কাকে দেখে রিমুভ এটিকে বলে চিৎকার করেন এক দল সবুজ-মেরুন সমর্থক। নির্বাচনে জিতে মোহনবাগানের নতুন সচিব দেবাশিস দত্ত সমর্থকদের আশ্বস্ত করে জানিয়েছেন, এটিকে নাম সরানোর জন্য আলোচনা করা হবে। ক্লাবের নতুন সহ সভাপতি কুণাল ঘোষও এই নামের বিরুদ্ধে ফেসবুকে একটি বড় পোস্ট করেছিলেন এবং ক্লাব কর্তাদের এই বিষয়ে ভাবার অনুরোধ করেছিলেন। কিন্তু সমর্থকরা চাইছেন যত দ্রুত সম্ভব এটিকে সরে যাক। এশিয়ান কাপের যোগ‍্যতা পর্বের ম‍্যাচে নাটকীয় জয় পায় ভারত। শেষ পাঁচ মিনিটে তিন-তিনটি গোল! শেষ পর্যন্ত আফগানিস্তানকে ২-১ গোলে হারাল ভারত। ভারতের হয়ে গোল দুটি করেছেন সুনীল ছেত্রী ও সাহাল আব্দুল সামাদ।শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আফগানিস্তানের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত। গতির সঙ্গে পাসিং ফুটবল,সংঘবদ্ধ আক্রমণ আছড়ে পড়ছিল আফগানদের বক্সে। সবই ছিল ভারতীয় দলে কিন্তু গোলটাই হচ্ছিল না। ম‍্যাচের বয়স যখন ৮৫ মিনিট তখন ফ্রিকিক থেকে অসাধারণ গোল করে ভারতকে ১-০ গোলে এগিয়ে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। এই গোল নিয়ে ভারতের হয়ে ৮৩টি গোল করলেন সুনীল ছেত্রী। ম‍্যাচে এগিয়ে গেলেও গোলটা ধরে রাখতে পারেনি ভারত। এক মিনিটের মধ‍্যে আমিরি গোল করে আফগানিস্তানকে সমতায় (১-১) ফেরান। সবাই যখন ধরেই নিয়েছেন ম‍্যাচ ড্রয়ের পথে ঠিক তখনই ম‍্যাচের শেষ মুহূর্তে সাহাল আব্দুল সামাদ গোল করে ভারতকে জয় এনে দিলেন।