জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

মাথাভাঙ্গায় যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার , চাঞ্চল্য

এনএফবি,কোচবিহারঃ

যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মাথাভাঙ্গা মহকুমার নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার চোঙ্গারখাতা খাগরিবাড়ি এলাকায় । রবিবার সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় এই দুই যুগলের ঝুলন্ত দেহ দেখতে পান এলাকাবাসী। খবর দেওয়া হয় মাথাভাঙ্গা থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুগলের মধ্যে ছেলেটির নাম অলোক বর্মন (১৮) এবং মেয়েটির নাম রাখি বর্মন (১৬) ৷ দু’জনের বাড়ি নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বানিয়াটারি এলাকায়। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের মধ্যে বেশ কিছুদিনের প্রেমের সম্পর্ক ছিল। তাদের এই সম্পর্কে বাড়ির লোকের সায় ছিল না বলেই জানা গিয়েছে। মাথাভাঙ্গা থানা সূত্রে জানানো হয়েছে, প্রেমঘটিত সমস্যার কারণেই হয়ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মাথাভাঙ্গা মহাকুমার পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল জানান, পুলিশ দেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সাথে তাদের মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসপত্র খতিয়ে দেখা হচ্ছে।

নিজস্ব চিত্র

মৃত অলক বর্মনের বাবা পরেশ বর্মন জানান, দীর্ঘদিন থেকেই এই মেয়েটির সাথে তার ছেলের সম্পর্ক ছিল। গতকাল রাত আনুমানিক সাতটা নাগাদ তার ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। সারারাত অনেক খোঁজখবর করেও ছেলেকে পাওয়া যায়নি। সকালে প্রতিবেশীদের মাধ্যমে তিনি খবর পান পার্শ্ববর্তী একটি বাঁশ বাগানে তার ছেলে এবং তার প্রেমিকা ঝুলন্ত অবস্থায় রয়েছে। একইসাথে রাখি বর্মনের কাকা তথা প্রতিবেশী সুশীল বর্মন জানান, গতকাল রাত আনুমানিক সাড়ে সাতটা নাগাদ যখন রাখির মা বাড়িতে একা ছিলেন সেই সময় কাউকে না বলে রাখি বাড়ি থেকে বেরিয়ে যায়। দুজনেরই বয়স কম হওয়ায় পরিবারের লোকজন আর কিছুদিন অপেক্ষা করতে বলেছিলেন সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। হয়তো তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। পরিবারের অমতে কিছু করার আগে তার আত্মহত্যার পথ বেছে নেওয়াটা ভালো মনে করেছে। তবে এই ঘটনা ভীষণ দুঃখজনক বলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।