এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
বালুরঘাট হাসপাতালের পার্কিংয়ে দুটি আইসিইউ অ্যাম্বুলেন্স ভাংচুর করে তার ভেতরে থাকা জিনিসপত্র চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য।
জানা গেছে, এই চুরির ঘটনায় আনুমানিক ১০-১২ লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে।গতকাল রাতে বালুরঘাট হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ে কেউ না থাকার সুযোগ নিয়ে কে বা কার আইসিইউ অ্যাম্বুলেন্সের গাড়ির জানলা ইট দিয়ে ভেঙে ভিতরে প্রবেশ করে আইসিইউ এম্বুলেন্সের ভেতরে থাকা ১০-১২ লক্ষ টাকার মূল্যের মেশিনপত্র চুরি করে নিয়ে পালায়। এই ঘটনাটি সকালে জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বালুরঘাটে মাত্র দুটি আইসিইউ অ্যাম্বুলেন্স রয়েছে সেই দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার সমস্যায় পড়বে বালুরঘাটের সাধারণ রোগীরা।
এই ঘটনায় অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছে। দেখার বিষয় এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ধরা পড়ে কিনা। হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানান, গোটা হাসপাতাল চত্ত্বরে নিরাপত্তাবোধ করছেন না তিনি। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন হাসপাতাল সুপার।