জুলাই 1, 2024
Latest:
ক্রীড়া

ভারতীয় বোর্ড কখনই তাঁদের বিরুদ্ধে সিরিজ খেলতে অস্বীকার করেনি দাবি প্রাক্তন পিসিবি চেয়ারম্যানের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ভারত কখনও তাঁদের বিরুদ্ধে সিরিজ খেলতে অস্বীকার করেনি এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তৌকির জিয়া। এক সাক্ষাৎকারে তিনি জানালেন “BCCI কখনই আমাদের [পাকিস্তানের] বিরুদ্ধে খেলতে অস্বীকার করেনি। সমস্যাটি সরকারী স্তরে। উভয় ক্রিকেট বোর্ড বর্তমানে প্রাক্তন ক্রিকেটারদের দ্বারা পরিচালিত হয় যারা পাকিস্তান-ভারত ম্যাচের গুরুত্ব বোঝেন। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রামিজ রাজা দুজনেই ক্রিকেটের প্রচার করতে চান এবং এই প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রতিযোগিতা দেখার চেয়ে ভালো কিছু নেই।”
প্রাক্তন PCB চেয়ারম্যান আরও বলেছেন যে চার দেশের সিরিজের ধারণাটি ভালো ছিল, তবে এটি বাস্তবে সম্ভব নয়। “যদিও চার-দেশের সিরিজটি একটি দুর্দান্ত ধারণা ছিল, ইতোমধ্যেই সারা বছর ধরে অনেক ফ্র্যাঞ্চাইজি-মডেল টুর্নামেন্ট হচ্ছে। এই কারণে, আমি মনে করি যে চারটি দেশকে এক সময়সীমার মধ্যে জড়ো করার জন্য যথেষ্ট জায়গা অবশিষ্ট থাকবে।
২০১৩ সালে শেষবার ভারতের মাটিতে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হয়। এরপরে পাকিস্তান চাইলেও ভারত থেকে আগ্রহ দেখানো হয়নি ভারতীয় বোর্ড পরিষ্কার জানিয়ে দেয় কেন্দ্রীয় সরকার না চাইলে তারা খেলতে পারবে না। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার ভারত পাকিস্তান মুখোমুখি হয়। বিরাট কোহলিদের উড়িয়ে বাবর আজমরা দশ উইকেটে জয় ছিনিয়ে নেয় ৷ যদিও চলতি বছর ২০২২ সালে টি-২০ বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ হবে ২৩শে অক্টোবর, মেলবোর্নে।

পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা ICCর বৈঠকে জানান, প্রতি বছর ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড চার-দেশীয় টুর্নামেন্ট খেলুক। তা থেকে সংগৃহীত লভ্যাংশ আইসিসি তার সদস্য দেশগুলির মধ্যে বন্টন করুক। এমন টুর্নামেন্টে আপত্তি ছিল না ক্রিকেট অস্ট্রেলিয়ারও। কিন্তু গোটা পরিকল্পনার বাস্তবায়নই ভারতের অনিচ্ছায় সম্ভব হয়নি । যেহেতু ভারত সরকার পাকিস্তানের সঙ্গে কোনও সিরিজ খেলার অনুমতি দেবে না তা ভালোভাবেই জানেন রামিজ। সে কারণে তিনি যুক্ত করে নিতে চাইছেন ICC কে। কেন না, ICCর টুর্নামেন্ট হলে তাতে BCCI সম্মতি দিয়ে থাকে। কিন্তু এই টুর্নামেন্টের বাস্তবায়ন এখনও বিশ বাঁও জলেই। BCCI সচিব জয় শাহ গত মাসেই এমন টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা উড়িয়ে বলেছিলেন, স্বল্পমেয়াদি বাণিজ্যিক স্বার্থের চেয়ে ক্রিকেটের বিস্তারই মূল বিষয়। ফলে ভারত পাকিস্তান সিরিজে বেগ পেতে হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে।