জুলাই 8, 2024
Latest:
রাজ্য

এক মাস পিছিয়ে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলা

এনএফবি,কলকাতাঃ

নির্বাচন গেরোয় পিছিয়ে গেল ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ৩১ জানুয়ারির পরিবর্তে মেলা শুরু হচ্ছে ২৮ ফেব্রুয়ারি।

করোনা পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে মেলার ছাড় দিয়েছে রাজ্য সরকার, কিন্তু পিছিয়ে গেছে ভোট। আরও তিনটি পুরনিগমের পাশাপাশি ২২ জানুয়ারির বদলে বিধাননগর পুরনিগমের ভোট গ্রহন হবে ১২ ফেব্রুয়ারি। যেহেতু কলকাতা বইমেলার স্থান সেন্ট্রাল বিধাননগর পুর নিগমের মধ্যে পড়ছে তাই সেই সময় নির্বাচনী আদর্শ আচরণ বিধি জারি থাকবে যার ফলে মেলা পরিচালনায় হতে পারে নানা প্রশাসনিক সমস্যা। সেই দিক বিচার করে কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে নবান্নে চিঠি পাঠিয়ে মেলা পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। ১২ ফেব্রুয়ারির পর কবে মেলা আয়োজন করা যায় তা নিয়ে দফায় দফায় আলোচনা শেষে ঠিক হয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সোমবার মেলার আয়োজক গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে এই খবর জানান।
সাধারণত জানুয়ারি মাসের শেষ দিকে বইমেলা শুরু হয় চলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। এবার মেলার আয়োজনের শুরু থেকেই কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করেই প্রস্তুতি শুরু করেছিল গিল্ড। মেলা মাঠে সামাজিক দূরত্ব বজায় রাখতে কমিয়ে দেওয়া হয়েছে প্রতিটি স্টলের মাপ। ১০০ বর্গফুটের স্টল ছোট করে ৬৭ বর্গফুট করা হয়েছে। ১৬০০ বর্গফুটের স্টল ছোট করে ১০৫০ বর্গফুট করা হয়েছে।যার ফলে মেলার মাঠের ফাঁকা জায়গার পরিমান বেড়েছে প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ।