জুলাই 1, 2024
Latest:
জেলা

বিধি মেনেই হচ্ছে ঝাড়গ্রাম জঙ্গলমহল উৎসব

এনএফবি, ঝাড়গ্রামঃ

আগামী ১৭ জানুয়ারি থেকে কোভিড বিধি মেনে পালিত হতে চলেছে ঝাড়গ্রামের জঙ্গলমহল উৎসব। যা এবারে অষ্টম বর্ষে পদার্পণ করলো। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জেলা তথ্য সংস্কৃতি দফতরের মাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছেন ঝাড়গ্রামের জেলাশাসক জয়সী দাশগুপ্ত। তিনদিন ব্যাপী এই অনুষ্ঠান হবে ঝাড়গ্রাম শহরের ননীবালা হাইস্কুলের মাঠে। জেলাশাসক যে নিয়মাবলী নির্ধারণ করে দিয়েছেন তা হল, জঙ্গলমহল উৎসবে প্রবেশের জন্য ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকতে হবে। অথবা ৪৮ ঘন্টা র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে রিপোর্ট নেগেটিভ দেখালে তবে প্রবেশের ছাড়পত্র পাওয়া যাবে। একসঙ্গে ২০০ জনের বেশি মানুষকে প্রবেশ করানো যাবে না। জঙ্গলমহল উৎসবে প্রবেশ এবং বাইরের জন্য আলাদা আলাদা গেটের ব্যবস্থা করা হচ্ছে।

প্রশাসন সূত্রে খবর, এ বার কারিগরি হাটের ধরন বদলাচ্ছে। আগে কারিগরি একটি ঘেরা জায়গায় হত। এ বার চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে খোলামেলা চত্বরে হাট বসবে। বাতাস চলাচল করতে সক্ষম, এ রকম জিনিস দিয়ে প্যান্ডেল করা হচ্ছে। প্রবেশপথে দর্শকদের তাপমাত্রা দেখা হবে থার্মাল গান দিয়ে। মাঠের মধ্যে দু’শোর বেশি লোক একসঙ্গে থাকতে পারবেন না। উৎসবস্থলে প্রবেশ ও প্রস্থানের আলাদা দু’টি গেট থাকবে। অনুষ্ঠানস্থল নিয়মিত জীবাণুমুক্ত করা হবে। গোটা চত্বরে থাকবে পর্যাপ্ত স্যানিটাইজার।