দেউচা পাচামিতে জমিদাতাদের চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এনএফবি, নিউজ ডেস্কঃ

দেউচা পাচামি কোল ব্লকে কাজের জন্য জমিদাতাদের প্রতি পরিবারের একজনকে জুনিয়র কনস্টেবলের চাকরি দেওয়া হবে বলে সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই লক্ষ্যে আজ মন্ত্রিসভার বৈঠকে ৫ হাজার ৫০০টি পদের সৃষ্টি করা হয়েছে বলে জানিয়েছেন মমতা।
প্রসঙ্গত, বীরভূম জেলার মহম্মদ বাজার ব্লকের দেউচা পাচামি এলাকায় প্রায় ১২০০ ফুট নীচে উৎকৃষ্ট কয়লা এবং তার উপরে উন্নত মানের ব্যাসাল্ট আছে জানা গেছে। এই বিপুল পরিমাণ খনিজসম্পদ উত্তোলন করার জন্য সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। এ খনিজ উত্তোলনের ফলে এ দিকে যেমন এলাকার উন্নয়ন, মানুষের কাজ পাওয়ার বিষয়টি জড়িত। অপরদিকে ৩৪০০ একর জুড়ে এই কয়লা উত্তোলন হলে সেই স্থানে অবস্থিত বেশ কিছু গ্রামের হাজার বাসিন্দাকে বাস্তুচ্যুত হতে হবে। ক্ষতি হবে বনজঙ্গল এবং শস্যক্ষেত। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। উঠছে ক্ষতিপূরণের প্রশ্নও।