জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

নতুন ঠিকানায় মহারাজ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

নতুন ঠিকানায় এবার সৌরভ গঙ্গোপাধ্যায়। পরিচিত বেহালার বাড়ি ছাড়লেন প্রিন্স অফ ক্যালকাটা। শহরের মাঝামাঝি ৪০ কোটি টাকার বিনিময়ে একটি বাড়ি কিনলেন তিনি। সপরিবারে সেখানে থাকাও শুরু করেছেন। প্রায় ৪৮ বছর পর পুরনো বাড়ি ছাড়লেন। বেহালা থেকে যাতায়াত অনেকটা সময়সাপেক্ষ ব্যাপার। দূরত্বের পাশাপাশি, দোসর ট্রাফিক। সৌরভ গঙ্গোপাধ্যায়ের টাইট শিডিউলের মধ্যে যেটা কিছুটা অসুবিধার। একাধিকবার তিনি জানিয়েছিলেন বেহালা থেকে তাঁকে দৈনন্দিন কাজের জন্য যাতায়াতের সমস্যার কথা। অনেক অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরতে হত তাঁকে। কিন্তু ৪৮ বছর ধরে যেই বাড়িতে রয়েছেন সেই পৈতৃক বাড়ি ছাড়া কঠিন ছিল তাঁর পক্ষে। অবশেষে কঠিন সিদ্ধান্তটা নিলেন।

সূত্রের খবর অনুযায়ী, বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের নতুন বাড়িটি কলকাতার লোয়ার রডন স্ট্রিটে। যেটি নিজাম প্যালেসের কাছেই। যার মোট মূল্য ৪০ কোটি টাকা। সমস্ত রকমের সুবিধা রয়েছে এই বাড়িতে। মোট ২৩.৬ কাঠা এলাকাজুড়ে বাড়িটি। প্রতি কাঠার দাম ১.৭ কোটি টাকা। রাস্তার একদম শেষপ্রান্তে বাড়ি হওয়ায় শান্ত পরিবেশ থাকবে। ভবিষ্যতে তিনি এই জমিতে বাংলো বানাতে পারেন। নতুন বাড়িতে যাওয়া প্রসঙ্গে সৌরভ বলেন, “আমার নতুন বাড়ি হওয়ায় খুশি। আমি এটাকে এভাবেই দেখি। শহরের মাঝামাঝি থাকা সবসময় সুবিধার। কিন্তু যেখানে ৪৮ বছর ধরে থেকেছি সেটা ছাড়া খুব কঠিন।”