জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

শ্রেয়সকে নিতে কতটা মরিয়া ছিলেন জানালেন নাইট সিইও

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আইপিএল (IPL) ২০২২ নিলাম থেকে কেনা ক্রিকেটারদের মধ্যে চৰ্চার কেন্দ্রবিন্দুতে KKR অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এবারের মেগা নিলাম থেকে শ্রেয়স আইয়ারকে ১২.২৫ কোটি টাকায় তুলে নিয়েছেল কলকাতা নাইট রাইডার্স।

আইয়ারকে নিতে কতটা মরিয়া ছিলেন সেটা জানালেন নাইট সিইও ভেঙ্কি মাইসুর। বলেন, “আইয়ার, একজন সত্যিকারের ম্যাচ উইনার , দিল্লিকে সাফল্যের সাথে নেতৃত্ব দিয়েছেন এবং তাকে বেছে নেওয়া ফ্র্যাঞ্চাইজির জন্য একজন পরিচিত অধিনায়কত্বের বিকল্পও নিয়ে আসে। KKR সেই সুযোগ হাতছাড়া করতে চায়নি। আমাকে এটা বলতে হবে। আমরা কয়েক বছর ধরে শ্রেয়াসকে দেখছি এবং প্রথম যে বছরে সে নিজেকে মিনি নিলামে উপলব্ধ করেছিল তার জন্য দর করেছিলাম আমরা।
সেই সময়ে দিল্লি আমাদের ছাড়িয়ে গেল এবং আমরা এর বেশি কিছু করতে পারিনি। তারপরে, আমি এমনকি তাকে পেতে আদানপ্রদানের পরামর্শ দিয়েছিলাম কিন্তু এটি সঙ্গত কারণেই প্রত্যাখ্যান করা হয়েছিল। এইবার আমরা তাকে পেতে বদ্ধপরিকর ছিলাম। এবং যখন আমরা করেছি তখন টেবিলের চারপাশে সত্যিকারের উচ্ছ্বাসের অনুভূতি ছিল। আমরা আমাদের অধিনায়ক এবং একজন ম্যাচ উইনার পেয়েছি। এই অল্প বয়সে শ্রেয়স ইতিমধ্যেই অনেক কিছু অর্জন করেছে এবং সময়ের সাথে সাথে সে আরও ভালো হয়ে উঠবে।”মাইসোর বলেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে শ্রেয়াস দারুণ ফর্মে ছিলেন। এবং আবার অধিনায়কের টুপি পরে, তিনি IPL ২০২২-এ খেলতে নামার জন্য ব্যাপকভাবে অনুপ্রাণিত হবেন৷ নিজের দল নিয়ে KNIGHT সিইও জানান,“এখন অ্যারন ফিঞ্চ আসায় আমাদের দলে অস্ট্রেলিয়ার সাদা এবং লাল বলের অধিনায়ক রয়েছে। আন্দ্রে রাসেল তাঁর সিপিএল ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিয়েছেন এবং সুনীল নারিন তাঁর নিজের অধিকারে একজন দুর্দান্ত নেতা। অজিঙ্কা রাহানেরও নেতৃত্বের অভিজ্ঞতা আছে। প্রয়োজনে তাদের প্রত্যেকে শ্রেয়াসকে সাহায্য করতে পারে এবং এটি এমন কিছু যা নিয়ে আমরা সত্যিই সন্তুষ্ট।”

এক নজরে আইয়ারঃ

IPL মঞ্চে শ্রেয়স আইারের সাফল্যের গ্রাফ ক্রমশই ঊর্ধ্বমুখী। তাঁর হাত ধরেই ২০১৮ সালে IPL ফাইনালে পৌঁছেছিল দিল্লি ক্যাপিটালস। শুধু তাই নয় IPL তাঁর হাত ধরেই ২০১৯ ও ২০২০ সালে পরপর দুবার প্লে অফের ছাড়পত্র পেয়েছিল দিল্লি ক্যাপিটালস। যদিও চোটের জন্য গতবার দিল্লির হয়ে শুরু থেকে খেলতে পারেননি তিনি। তাঁর জায়গায় অধিনায়ক হয়েছেন ঋষভ পন্থ। মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি।
আগাী ২৬ মার্চ IPL উদ্বোধনী ম্যাচে চেন্নাই SUPER KINGS বিরুদ্ধে নামে কলকাতা। গতবার সেই চেন্নাইয়ের কাছে হেরেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হয়েছিল কলকাতার। এবার শ্রেয়সের হাত ধরে সেই ধোনিদের হারিয়েই নাইটরা যাত্রা শুরু করতে পারে কিনা সেটাই এখন দেখার।