আজ থেকেই শেষ লোকাল রাত ১০ টায়, সিদ্ধান্ত বদল নবান্নর

এনএফবি,কলকাতাঃ

যাত্রী ভোগান্তি কমাতে শেষ লোকাল ট্রেনের সময়সীমা বাড়াল রাজ্য প্রশাসন। পূর্ব ঘোষণা অনুযায়ী সন্ধ্যা ৭টার পরিবর্তে আজ সোমবার থেকে রাত দশটায় শেষ লোকাল।

লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমন বাড়তে থাকায় রবিবার রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিধিনিষেধ জারি করা হয়। সেই নির্দেশিকা অনুযায়ী আজ থেকে শেষ লোকাল ট্রেনের সময় সীমা কমিয়ে দেওয়া হয়। আজ সন্ধ্যা ৭ টার পর কোন লোকাল ট্রেন না চলার কথা ছিল।

শেষ লোকালের সময়সীমা কমলেও সময় সূচিতে কোনও পরিবর্তন করেনি রেল। তাতে যাত্রী বিক্ষোভ বৃদ্ধি পায়। নিত্যযাত্রীরা এই প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। লকডাউনে ট্রেন পরিষেবা বন্ধ থাকায় অনেকেই কাজ হারান। পরিস্থিতি বদল হওয়ায় ফের নতুন জায়গায় কাজে ঢুকেছেন যাঁরা তাঁরাও এই সিদ্ধন্তের বিরোধিতা করেন। প্রশ্ন ওঠে ৭ টায় শেষ ট্রেন ছাড়লেও কাজের সময়ের কোনও পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে তাঁরা বাড়ি ফিরবেন কীভাবে। সোমবার একাধিক স্টেশনে ভিড় চোখে পড়ে। শেষ পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করে লোকাল ট্রেনের শেষ সময়সীমা ৩ ঘন্টা বাড়িয়ে সন্ধ্যা ৭ টার পরিবর্তে রাত ১০টা করা হয়।