জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

পুরপিতা, উপ-পুরপিতার নামে পড়লো লিফলেট

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

পাঁশকুড়া পুরসভার পুরপিতা নন্দ কুমার মিশ্র, উপ-পুরপিতা সুইদুল ইসলাম খাঁন ও কাউন্সিলর সেখ সমিরুদ্দিনের নামে পড়লো লিফলেট। পাঁশকুড়া বাজার এলাকায় একাধিক লিফলেট পড়ে থাকতে দেখে সাধারণ মানুষ। স্থানীয় একটি আইএনটিটিইউসি (INTTUC) অফিসের পাশের জায়গা পাঁশকুড়ার প্রথম সারির কয়েক জন নেতা বিক্রি করে দিয়েছেন এই অভিযোগে নাগরিক কমিটির নামে পড়ে এই লিফলেট। তবে কোনো নাম উল্লেখ নেই তাতে। রাতের অন্ধকারে কে বা কারা এই লিফলেট ফেলেছে তার খোঁজ মেলেনি। এই লিফলেটে উল্লেখ করা আছে, অসাধু উপায়ে আইএনটিটিইউসি (INTTUC)-র জায়গা বিক্রি করেছেন ওই তিনজন। এবং জমি মাফিয়াদের কাজে যুক্ত হয়ে তারা দলের ভাবমূর্তি নষ্ট করছে। প্রসঙ্গত পাঁশকুড়া বাজারের পাশেই রয়েছে আইএনটিটিইউসি (INTNUC) অফিস। তার পাশেই রয়েছে একটি ফাঁকা জায়গা, সেই জায়গা বিক্রি করেছে ওই তিন নেতা। যদিও এই বিষয়ে পাঁশকুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান সইদুল ইসলাম খাঁন এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, “এটি সরকারি জায়গা। এখানে বিক্রির কোন প্রশ্নই নেই। কেউ বা কারা উদ্দেশ্য প্রণদিত ভাবে এসব করেছে।” পাশাপাশি বিজেপি নেতা প্রতীক পাখিরা এই বিষয়ে জানান, এই লিপলেট তিনি দেখেছেন। তৃণমূলের নেতারা কাটমানি ছাড়া কিছু চেনে না। এসবে তৃণমূল নেতারাই জড়িত। মানুষ ক্ষুব্ধ হয়েই হয়ত এই লিফলেট ফেলেছে বলে জানান প্রতীক বাবু।

পড়ে থাকা লিফলেট
সইদুল ইসলাম খাঁন (ভাইস চেয়ারম্যান, পাঁশকুড়া পুরসভা)