জুন 29, 2024
Latest:
ফিচারবিনোদন

প্রকাশ পেল ‘আমার বস’ সিনেমার মোশন পোস্টার, জুনে আসছে বড় পর্দায়

এনএফবি, বিনোদন ডেস্কঃ

প্রকাশিত হল ‘আমার বস’ সিনেমার মোশন পোস্টার।জুন মাসে বড়পর্দায় মুক্তি পাবে উইন্ডোজ প্রোডাকশন হাউস প্রযোজিত এই সিনেমাটি। চলতি বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হয়। সিনেমায় অনেক দিন পর দেখা যাবে রাখি গুলজারকে। ২০১৯ সালে ‘নির্বাণ’ ছবিতে অভিনয়ের পর ২০২৪-এ ফিরলেন শিবপ্রসাদ-নন্দিতা জুটির হাত ধরে। ছবিতে অনান্য চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়দ এবং শ্রুতি দাসকে। ‘রাঙা বউ’ ধারাবাহিকের কাজ শেষ হতে না হতেই এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় দেখা যাবে টিভির জনপ্রিয় এই অভিনেত্রীকে। ইতিমধ্যেই বাংলা ধারাবাহিকের একাধিক অভিনেত্রী জায়গা করে নিয়েছেন সিনেমার পর্দায়। সেই তালিকায় মিমি-ঋতাভরীরা তো ছিলেনই, সদ্য যোগ হয়েছেন সৌমিতৃষা, দেবচন্দ্রিমারা। এবার দেখা যাবে শ্রুতিকে।

শিবপ্রসাদ নন্দিতা জুটির ছবি ঘিরে বাংলা সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা দেখা যায়। আগামী ২১ জুন বড় পর্দায় এই সিনেমা আসতে চলেছে বলেই প্রকাশিত মোশন পোস্টারে ঘোষণা করা হয়েছে।

YouTube player