এনএফবি, জলপাইগুড়িঃ
অবশেষে লকডাউন ঘোষণা থেকে সরে আসলো জলপাইগুড়ি পুর প্রশাসক বোর্ড। উল্লেখ্য, সোমবার পুর প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য সৈকত চট্টোপাধ্যায় জানিয়ে ছিলেন, আগামী কয়েকদিন শহরে শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া সব বাজারহাট, গাড়ি ,ই রিকশা বন্ধ থাকবে। এরপরেই জেলা শহর জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
অবশেষে মঙ্গলবার জেলা শাসক পুর প্রশাসক বোর্ডকে সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার কথা বলে, সেই অনুযায়ী মঙ্গলবার বিকেলে পুরসভার জরুরি বৈঠকে বদলে দেওয়া হয় পূর্বের ঘোষণা। এই প্রসঙ্গে সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, “বাজার বন্ধ রাখা সহ ভিন্ন কিছু প্রস্তাব জেলা শাসকের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, তবে আগামীকাল বুধবার জলপাইগুড়ি শহরের কোনো বাজার হাট, যানবাহন বন্ধ থাকছে না।”