শীঘ্রই শুরু হতে চলেছে নবদ্বীপ ধাম -বালুরঘাট এক্সপ্রেস ট্রেন

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

সাংসদের হাত ধরে রবিবার বালুরঘাট থেকে নবদ্বীপ গামী ট্রেন সাথে হিক লাইন সিক লাইনের সূচনা হতে চলেছে। শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে রেল মন্ত্রক। যার মাধ্যমে বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য দেবের জন্মস্থান ঐতিহাসিক নবদ্বীপ ধাম দর্শনের পাশাপাশি পৃথিবীর সর্ববৃহৎ ইস্কন মন্দির দর্শনের সুবিধাও পাবে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ। সপ্তাহে আপাতত পাঁচদিন চলবে এই ট্রেন।

সম্প্রতি নবদ্বীপ –মালদা ট্রেনকে এক্সটেনশন করে বালুরঘাট পর্যন্ত করার দাবি জানিয়েছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । ইতিমধ্যে সুকান্তের সেই আবেদন মঞ্জুর করেছেন উত্তর- পুর্ব রেলের জেনারেল ম্যানেজার । যা রেল বোর্ডের অনুমোদন পেলেই দ্রুততার সাথে চালু হবে ট্রেনটি ।
জানাগেছে, গত জানুয়ারী মাসে নবদ্বীপ – মালদা ট্রেনকে বালুরঘাট পর্যন্ত এক্সটেনশন করার জোড়ালো দাবি জানিয়েছিলেন বালুরঘাটের সাংসদ । তাকে মান্যতা দিয়ে উত্তর -পূর্ব রেল তা অনুমোদনের জন্য রেল বোর্ডের কাছে চিঠি পাঠাতেই আরও একটি রেল পাওয়ার আশায় বুক বাঁধতে শুরু করেছিল দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ। সাথে দক্ষিণ দিনাজপুরের জনগনের দাবি ছিল দূরপাল্লা ট্রেন চালানোর।অবশেষে আগামী ৩০ মে থেকে শুরু হতে চলেছে এই এক্সপ্রেস ট্রেনটি ,সঙ্গে হিক লাইন সি লাইনের শুভ উদ্বোধন।

প্রণব কুমার দাস , জেলাবাসী ৷ নিজস্ব চিত্র

মঙ্গল, বুধ , শুক্র, শনি ও রবিবার এই পাঁচ দিন ট্রেনটি নব্দ্বীপধাম থেকে বালুরঘাটের মধ্যে যাতায়াত করবে। ভোর ৪.৪৫ মিনিটে নবদ্বীপ থেকে ছেড়ে দুপুর ১২ টায় বালুরঘাট এসে ট্রেনটি পৌঁছোবে এবং বালুরঘাট থেকে বিকেল ৪.৪৫ মিনিটে ছেড়ে রাত্রি পৌনে দশটায় নবদ্বীপধামে পৌঁছবে।সাথে হিক লাইন সিক লাইনের উদ্বোধন হলে বালুরঘাট স্টেশন থেকে হিক লাইন সিক লাইন চালু হলে অনেক বেশি করে দূর পাল্লার ট্রেন চালানো সম্ভব হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফ থেকে ।

তুহিন শুভ্র মন্ডল ৷ নিজস্ব চিত্র