জুলাই 5, 2024
Latest:
জেলা

কমিটি গঠন না হওয়ায় হ্রাস পাচ্ছে রপ্তানির সংখ্যা

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

দীর্ঘ চার মাস ধরে হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনে কোন কমিটি গঠন না হবার কারণে ক্রমশ কমে যাচ্ছে রপ্তানির সংখ্যা, যেখানে আগে দিনে ২৬০ গাড়ির পণ্য বাংলাদেশে রপ্তানি হত। তা কমে ১২০টি গাড়ি তে নেমেছে। ফলে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠেছে ব্যবসায়ী থেকে ট্রাক মালিক সকলের। চার মাস আগে ব্যবসায়ী দের নিজেদের দ্বন্দ্বের কারণে এক পক্ষ এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কমিটি ভেঙে দেয়, এরপরে শুরু হয় রপ্তানি কার্যে অচলাবস্থা। এডহক কমিটির তৈরি হবার তিন মাসের মধ্যে কমিটি গঠন হবার কথা থাকলেও কিছু অব্যবসায়ী ব্যক্তি করতে দেয়নি বলে অভিযোগ। এক মাস কেটে গেলেও এখনও নতুন কমিটি গঠন হয়নি। অন্য দিকে এডহক কমিটির ১৯ জনের মধ্যে একাধিক অব্যবসায়ী ব্যক্তি রয়েছে যারা কমিটি গঠন করতে দিচ্ছে না বলে অভিযোগ ওঠার পাশাপাশি পুরনো সদস্য পদ রিনুয়াল করতে দিচ্ছে না। এক্সপোর্ট অ্যাসোসিয়েশন দখল করতে ব্যবসায়ীদের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে তাতে ধীরে ধীরে এক্সপোর্ট কমতে শুরু করেছে। যার কারণে অনেক ব্যবসায়ী হিলি স্থল বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ভাড়া না পাওয়ায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে ট্রাক মালিক দের, ঋণ শোধ করতে না পারার কারণে অনেকের বাড়ি নিলামে তো কারোর গাড়ি ব্যাংক টেনে নিয়ে যাচ্ছে। দ্রুত কমিটি গঠন করে সমস্যা সমাধান করবার দাবি উঠেছে সব মহলে।