এনএফবি ডেস্ক, নয়া দিল্লিঃ
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯১৩ জন। ৭১৫ দিন পর এই প্রথমবার হাজারের নীচে নামল দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা।
এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৩১৬ জন। একইসময়ে মৃত্যু হয়েছে ১৩ জনের।
বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১২ হাজার ৫৯৭ জন। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৭১৪ দিন পর এই প্রথমবার ১৩ হাজারের নীচে নামল। আজ পর্যন্ত দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা ৪ কোটি ২৪ লক্ষ ৯৫ হাজার ৮৯ জন। করোনা থাবায় দেশে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২১ হাজার ৩৫৮ জন। আজ পর্যন্ত মোট ১৮৪ কোটি ৭০ লক্ষ ৮৩ হাজার ২৭৯ ডোজ করোনা টিকাকরণ হয়েছে।
India's daily #COVID19 cases drop below 1000 after 715 days; reports 913 fresh cases, 1316 recoveries and 13 deaths in the last 24 hours.
— ANI (@ANI) April 4, 2022
Active cases: 12,597 (less than 13,000 after 714 days)
Death toll: 5,21,358
Daily positivity rate: 0.29%
Total vaccination: 1,84,70,83,279 pic.twitter.com/ljFlSgLiap