জুলাই 3, 2024
Latest:
জেলা

বাড়ছে মুর্শিদাবাদে স্ক্রাব টাইফাস আক্রান্তের সংখ্যা

এনএফবি,মুর্শিদাবাদঃ

স্ক্রাব টাইফাসের সংক্রমণের সংখ্যা বাড়ছে মুর্শিদাবাদে। গত ২৫ ও ২৬ তারিখে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে জ্বর নিয়ে ভর্তি হয় বনি সেখ (৫৬) ও ইমরান খালিফা (৫৩) নামের দুজন। যদিও তারা বর্তমানে সুস্থ আছে। আজ বুধবারও মিশের বাদশা নামের এক কিশোরকে ভর্তি করা হয় স্ক্রাব টাইফাসের সংক্রমণের কারণে। হাসপাতাল সূত্রে জানতে পারা যায় স্ক্রাব টাইফাস সংক্রমণে আক্রান্তরা বর্তমানে চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল সুপার অমিও কুমার বেরা জানান, কোভিড পরিস্থিতির পরে আবার প্রকোপ বাড়ছে বলে মনে করা হচ্ছে স্ক্রাব টাইফাসের। তবে ভয় পাওয়ার কোন কারণ নেই, হাসপাতালে সমস্ত পরিকাঠামো প্রস্তুত আছে । সাবধানে চলাফেরা করলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে বলেও তিনি জানান। জ্বর হলে ডাক্তারের পরামর্শ নেবার কথাও বলেন তিনি।