জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

বেরিয়ে পড়ল সত্যি, ঋদ্ধিকে মেসেজ করা ব্যক্তি বোরিয়াই

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

অনেকেই আন্দাজ করেছিলেন অবশেষে সত্যি প্রমানিত হলো। ভারতীয় দল থেকে ঋদ্ধিমান সাহা বাদ পড়ার পরে যে ব্যক্তি তাকে মেসেজ করে একপ্রকার হুমকি দেন তিনি আর কেউ নন ক্রিকেট ইতিহাসবিদ বোরিয়া মজুমদার। বোরিয়া এদিন নিজেই সোশ্যাল মিডিয়াতে জানালেন সেই কথা।

বেশ কয়েকদিন ধরেই এই সাংবাদিকের করা মেসেজ নিয়ে তোলপাড় ভারতীয় ক্রিকেটমহল। তার জন্য তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে, যার সামনে এদিন উপস্থিত হয়েছিলেন ঋদ্ধি। এবার বোরিয়া নিজে জানালেন তিনিই ঋদ্ধিকে মেসেজ করেছিলেন। জানিয়ে দিলেন, তার ম্যাসেজেরই স্ক্রিনশট আপলোড করেছেন ঋদ্ধি। তবে বোরিয়া ঋদ্ধির প্রতি অভিযোগ তুলে মামলা করার কথাও জানাচ্ছেন।

এদিন বোরিয়া মজুমদার বলেন, ১৩ ফেব্রুয়ারির পরে তিনি ঋদ্ধির সঙ্গে আর কোনোরকম যোগাযোগ করার চেষ্টাও করেননি এবং ঋদ্ধি স্রেফ সহানুভূতি কুড়ানোর জন্যই এই মেসেজ এতদিন পরে ভারতীয় দল থেকে বাদ পড়ার পরে মেসেজ আপলোড করেন। ১৩ ফেব্রুয়ারি পূর্ব পরিকল্পিত দিনক্ষণ অনুযায়ী ঋদ্ধি তাঁকে সাক্ষাৎকার দেওয়া তো দূর, তার ফোন পর্যন্ত ধরেননি। সেইজন্যেই তিনি রেগে গিয়েছিলেন।

YouTube player

অনেকেই অনুমান করেছিলেন বোরিয়াই ওই বিতর্কিত ম্যাসেজ পাঠিয়েছিলেন বলে, সংশ্লিষ্ট মহলের সেই সন্দেহই সত্যি হল। আর রেগে গিয়েই তিনি ঋদ্ধির আপলোড করা শেষ মেসেজটা তিনি করেছিলেন বলে স্বীকার করেন বোরিয়া।

এরপরেই ঋদ্ধির বিরুদ্ধে কালিমালিপ্ত করার জন্য মানহানির মামলা করবেন বলে জানিয়েছেন বোরিয়া। এই বিষয়ে তাঁর উকিলরা সমস্ত কথা বলবেন এবং পাশপাশি বিসিসিআইকে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করার অনুরোধ করেছেন তিনি।

প্রসঙ্গত, ভারতীয় দল থেকে ঋদ্ধিমান সাহা বাদ পড়ার পরে সোশ্যাল মিডিয়ায় তিনি এক সাংবাদিকের মেসেজ আপলোড করেন, যেখানে সেই সাংবাদিক ঋদ্ধিকে মেসেজ লিখেছেন, তুমি এগারো জন সাংবাদিককে ইন্টারভিউ দিতে চাইছ ওরা সেরা নয় আমাকে দাও তোমার ভালো হবে। তুমি আমাকে ইন্টারভিউ দিলে না কথাটা মনে রাখবো।আর তোমাকে ফোন বা মেসেজ করবো না।’

সেই মেসেজের স্ক্রিনশট ঋদ্ধি শেয়ার করে জানান, দেখুন সাংবাদিকতা কোথায় এসে দাঁড়িয়েছে!