জুলাই 3, 2024
Latest:
রাজ্য

পুলিশ আর ক্রিমিনাল এক হয়ে গেছে, বেলদায় বললেন দিলীপ

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

ক্রিমিনালদের নিয়েই তৃণমূলের পার্টি,পুলিশ আর ক্রিমিনাল একই হয়ে গেছে, কে কাকে ধরবে, সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে প্রাতঃভ্রমণের পর বেলদার কালীমন্দিরে পুজো দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্যানিং কাণ্ড নিয়ে এমনই ভাবে কটাক্ষ করলেন সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ দিলীপ ঘোষ ৷

নিজস্ব চিত্র

এই দিন তিনি বলেন, ক্যানিংয়ে এই কান্ড ঘটার পরে ওখানকার বিধায়ক বলেছিলেন এর সঙ্গে বিজেপির যোগ আছে, কিন্তু যারা মারা গেছে তার পরিবারের সদস্যরা এবং তার মা বলছেন তৃণমূল পার্টির লোকরাই মেরেছে, নিজেদের অন্তর্কলহ তাই নিজেদের পার্টির লোককে বাঁচাতে হবে, এখানকার পুলিশ তো ধরবে না, আর ধরছে না বলেই সব কেসে সিবিআই তদন্ত হচ্ছে, লোকেরা গিয়ে কোর্টে আপিল করছে, বিচারক বলছে সিবিআই তদন্ত হোক, আমার মনে হয় এখানেও সিবিআই তদন্ত হবে,কারণ ক্রিমিনালদের নিয়েই তৃণমূলের পার্টি,পুলিশ আর ক্রিমিনাল একই হয়ে গেছে কে কাকে ধরবে, পাশাপাশি উত্তরবঙ্গ সফর নিয়ে তিনি বলেন দেখা যাক কি হয়, অন্যদিকে চাকরিতে ভুয়ো নিয়োগ নিয়ে তিনি বলেন ভুয়ো ডকুমেন্ট তো সব জায়গায় ৷ডকুমেন্ট লাগেই না টাকা দিলে, এরকম আরও কেস রয়েছে সিবিআই তদন্ত হলে বহু কেস বহু ডিপার্টমেন্টে বেরোবে।

নিজস্ব চিত্র