জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

ফরাক্কায় সদ্য নির্মিত পিচের রাস্তার বেহাল দশা, দুর্নীতির অভিযোগ তুলে সরব এলাকাবাসী

এনএফবি, মুর্শিদাবাদঃ

হাতের স্পর্শে উঠে আসছে সদ্য তৈরি হওয়া পিচের রাস্তা ৷ আর তা ঘিরেই রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার ধর্মডাঙ্গা থেকে তিলডাঙ্গা যাবার রাস্তায়। রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে কার্যত সরব হয়েছেন এলাকাবাসী।

জানা গিয়েছে, জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন ধর্মডাঙ্গা থেকে তিলডাঙ্গা পর্যন্ত প্রায় সাড়ে সাত কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে ছিলো। কিন্তু সম্প্রতি সেই রাস্তাটির সংস্কার করা হয়। রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকার বাসিন্দারা খুশিতে ছিলেন। কিন্তু সপ্তাহ পেরোতে না পেরোতেই রাস্তার পিচ উঠে যাচ্ছে বলে অভিযোগ। এমনকি হাতের সামান্য চাপ দিলেই চাদরের মতো উঠে আসছে পিচ। আর যা নিয়েই ক্ষুব্ধ এলাকাবাসীরা।

নিজস্ব চিত্র

যেমন ভাবে রাস্তার কাজ হওয়ার কথা তার দশ শতাংশও কাজ হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। মোটা অংকের টাকা আত্মসাৎ করে কোন রকমে কাজ করা হয়েছে বলেও স্থানীয়দের দাবি। এদিকে রাস্তার বেহাল অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন স্থানীয়দের একাংশ। অবিলম্বে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

নিজস্ব চিত্র

রাস্তার এই অভিযোগ নিয়ে স্থানীয় বেওয়া-২ পঞ্চায়েতের প্ৰধান ছোটন মেহেরা টেলিফোনের মাধ্যমে জানান, এই রাস্তার কাজ আসলে রিপিয়ারিং। মাত্র ২০ এমএম বরাদ্দ। ফলে শিডিউল মেনেই কাজ হয়েছে। স্থানীয়দের অভিযোগ থাকলে কাজ চলাকালীন সময়ে কেন এলাকাবাসীরা আপত্তি জানাননি ৷ অন্যদিকে বেওয়া ১ তৃণমূল অঞ্চল সভাপতি জানান, এই রাস্তার মেরামতিতে ঠিকাদারের গাফিলতি রয়েছে।