জুলাই 3, 2024
Latest:
জেলা

তৃণমূলের প্রার্থী পদের বৈধতা নিয়ে উঠলো প্রশ্ন

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

বালুরঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর নমিনেশন ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। বিজেপির দাবি, তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনুশ্রী মহন্ত পঞ্চায়েত এলাকার ভোটার। গ্রামীণ ভোটার কিভাবে পুরসভা নির্বাচনে প্রার্থী হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। ওই তৃণমূল প্রার্থীর, প্রার্থী পদ বাতিলের দাবিতে মহকুমা শাসক তথা বালুঘাট পুরসভার নির্বাচনী আধিকারিক সুমন দাশগুপ্তের কাছে লিখিত অভিযোগ জমা দেয় বিজেপি।


অপরদিকে বামদল আরএসপির পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়েছে ওই প্রার্থীর বিরুদ্ধে। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। তৃণমূলের বক্তব্য, অনুশ্রী মহন্ত গ্রামীণ এলাকা থেকে পুর এলাকায় নাম তুলেছে আবেদন করে। বালুরঘাট মহকুমা শাসক দপ্তর সূত্রে খবর, অনুশ্রী মহন্ত জানুয়ারি মাসে পুরসভা এলাকার বাসিন্দা হিসেবে আবেদন করে। নতুন ভোটার তালিকায় পুর এলাকার ভোটার হ‌ওয়ায় তার প্রার্থী পদ বৈধ।

বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান,” গত সাত তারিখের ভোটার তালিকায় অনুশ্রী মহন্ত গ্রামীণ এলাকার ভোটার বলে জানতে পারি। নয় তারিখের ভোটার তালিকায় তার নাম পৌর এলাকায় রয়েছে। অথচ নয় তারিখেই তিনি নমিনেশন জমা দেন। এখানে দুর্নীতির গন্ধ রয়েছে।”

আরএসপি নেতা প্রলয় ঘোষ জানান,”আমাদের কাছে প্রশাসন থেকে দেওয়া ভোটার তালিকায় তৃণমূল প্রার্থীর নাম নেই। অথচ, নয় তারিখের তালিকায় নাম রয়েছে।” এখানে দুর্নীতি হয়েছে বলে তিনি জানান।

বালুরঘাট পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী অনুশ্রী মহন্ত জানান, জানুয়ারি মাসেই তিনি পুর এলাকার ভোটার তালিকায় নাম তোলার আবেদন করেন। নতুন তালিকায় তার নাম রয়েছে।

তৃণমূল জেলা কোঅর্ডিনেটর সুভাষ চাকী জানান, বিজেপির কোনো ইস্যু নেই, সে কারণে বিষয়টি না জেনেই ভিত্তিহীন অভিযোগ করেছে। যে কোন ভোটার এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করতে পারে সংশোধনের আবেদন করে। ফলে নির্বাচন কমিশন আইন মেনেই কাজ করেছে।