এনএফবি ডেস্ক, কলকাতাঃ
মহামারীর করাল থাবায় দীর্ঘদিনের জন্য বন্ধ স্কুলের দরজা পুনরায় খোলার দিনেই স্কুলে চাকরি প্রার্থী হবু শিক্ষকদের জন্য সুখবর দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এদিন পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষক নিয়োগের বিষয়ে সরকারের অবস্থান জানতে চান। জবাবী ভাষণে ব্রাত্য বসু জানান, মামলার জট কাটিয়ে আগামী দুই মাসে ১৫ হাজার নিয়োগ হবে এসএসসি-তে। একইসাথে এদিন জাতীয় শিক্ষা নীতি নিয়েও রাজ্যের অবস্থান স্পষ্ট করেছেন ব্রাত্য বসু। তিনি বলেন, “জাতীয় শিক্ষা নীতি নিয়ে ফতোয়া চাপিয়ে দিলেও মানতে হবে, তার কোনও মানে নেই। বাঙালির একটা নিজস্ব শিক্ষা চিন্তা আছে। জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে। একতরফা ফতোয়া মানা হবে না।“