এনএফবি, জলপাইগুড়িঃ
রাত ভোরের বৃষ্টিতেও শহর জলপাইগুড়ি জলমগ্ন না হওয়ায় খুশি এলাকার স্থায়ী বাসিন্দারা।
কয়েক দিন থেকে উত্তরবঙ্গ সহ জলপাইগুড়িতে লাগাতার বৃষ্টি হচ্ছে। যদিও গত বছর ও এই ধরণের বৃষ্টিতে ভেসে গিয়েছিল শহরের একাংশ ।বিশেষ করে জলমগ্ন হয়ে পড়েছিল মহমায়া পাড়া ,চুনিলাল রোড,জয়ন্তী পাড়া সহ আরও কয়েকটি এলাকা। কিন্তু এই বছর কোন অঞ্চলে জল জমার কোন ছবি দেখা যায়নি আপাতত।এই ধরণের জলমগ্ন জীবন থেকে আপাতত মুক্তি পেয়েছে বলে দাবি এলাকার বাসিন্দাদের । জলমগ্ন অবস্থা থেকে রেহাই পেয়েছেন বলে খুশি তারা। কয়েক দিনের এই বৃষ্টিতে এক দুটি জায়গায় সামান্য জল জমলেও পরে তা নেমে যায় বলে জানা গেছে ৷