জুলাই 5, 2024
Latest:
জেলা

লাগাতার বৃষ্টিতে রাস্তা বদলে নদী

এনএফবি,আলিপুরদুয়ারঃ

ভুটান সীমান্ত জয়ঁগা এলাকায় ভুটানগামী প্রধান সড়ক নদীতে রূপান্তরিত হয়েছে। এলাকায় লাগাতার বৃষ্টি এবং প্রতিবেশী দেশ ভুটান পাহাড় থেকে নেমে আসা প্রবল স্রোতে জল ও পাহাড় থেকে নেমে আসা কাদামাটি জয়ঁগা বাস স্ট্যান্ড এলাকায় ভুটানগামী সড়কে জমা হয়েছে। বর্তমানে সড়ক দিয়ে জল বইছে, সড়কে প্রায় এক হাঁটু কাদামাটি পরিপূর্ণ। এমন অবস্থা, এই সড়ক দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব। গাড়ি কাদামাটিতে আটকে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জে সি বি দিয়ে কাদামাটি সড়ক থেকে সরানোর কাজ চলছে কিন্তু কিছু লাভ হচ্ছেনা। অনবরত ভুটান পাহাড় থেকে জল ও কাদামাটি এসে জমা হচ্ছে সড়কে।