জুলাই 5, 2024
Latest:
রাজ্য

পুরভোটে পুলিশের ভূমিকা নিরপেক্ষ-দাবি কুনালের

এনএফবি, কলকাতাঃ

পুরভোটে পুলিশের ভূমিকা নিরপেক্ষ ছিল বলে দাবি করেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। একইসঙ্গে তিনি সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন।

রবিবার রাজ্যের কুড়িটি জেলায় ১০৮ টি পুরসভা নির্বাচনের ভোটগ্রহন হয়। নির্বাচন পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন তৃণমূল মুখপাত্র। এ দিনের সাংবাদিক বৈঠকে কুনাল পুলিশের নিরিপেক্ষ ভূমিকার কথা তুলে ধরে বলেন, “ যেখানে বিরোধীরা অভিযোগ করেছেন, সেখানে পুলিশ হস্তক্ষেপ করে কোথাও ভিড় সরিয়ে দিয়েছেন, আবার কোথাও গ্রেফতার করেছেন প্রশাসন নিরপেক্ষ ভাবেই ভোট পরিচালিত করেছে।“ পাশাপাশি তৃণমূল মুখপাত্র জানান, “সকাল থেকেই আমরা লক্ষ্য করছি কিছু সাংবাদিক চিত্র সাংবাদিকরা ভোটারদের অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন। কিছু ভিডিও ফুটেজ পাওয়া গিয়েছে। সেইসব ভিডিও অ বক্তব্য যথাযথভাবে বিভিন্ন ফোরামে আমরা পৌঁছে দেবো।“

এ দিন বিরোধীদের একহাত নিয়ে কুনাল বলেন, “ আজকে যারা বলছেন, আমাদের এই হয়নি ওই হয়নি, তাদের পরিস্কার বলে দিতে চাই, আজকে ২২৭৬টি ওয়ার্ডে ভোট হয়েছে। বুথ রয়েছে ১১ হাজার ২৮০টি। মোট বুথের ১.২ শতাংশও বুথে হয়তো গণ্ডগোলের অভিযোগ উঠেছে।“ সেইসঙ্গে তিনি বলেন,” নির্বাচনের কিছু নিয়ম রয়েছে। বাইরে গিয়ে অন্য বুথে গিয়ে প্রভাবিত করা যায় না। কিন্তু অধীর চৌধুরী, দিলীপ ঘোষরা এই কাজই করেছেন।“ তিনি জানান, “ দলের কর্মীরা যাতে বিরোধীদের প্ররোচনায় পা না দেন সেজন্য সতর্ক করা হয়েছিল। দলের নির্দেশ মেনে সেইমতোই কাজ করেছেন কর্মীরা। আসলে বিরোধীরা পরাজয় নিশ্চিত জেনেই নানাভাবে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে।“