এনএফবি, নিউজ ডেস্কঃ
‘তামিল থাই ভাজথু’- সঙ্গীতটিকে তালিমনাড়ুর রাজ্য সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হল।
সংবাদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন শুক্রবার এই কথা জানান। এই রাজ্য সঙ্গীত বিষয়ে এক সরকারি নির্দেশিকাও জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ৫৫ সেকেন্ডের এই সঙ্গীত রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনিক কার্যালয়ের যেকোনো সামাজিক অনুষ্ঠানের আগে বাজাতে হবে এবং বিকলাঙ্গ ব্যক্তি ব্যতীত উপস্থিত সকলকেই উঠতে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে হবে। জাতীয় সঙ্গীতের মতো রাজ্য সঙ্গীতের ক্ষেত্রেও উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন রাজ্যবাসীর মৌলিক কর্তব্য বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
#TamilNadu Chief Minister #MKStalin (@mkstalin) announced the “#TamilThaiVazhthu” as the state anthem and all should stand up when it is being sung, said an official statement.
— IANS Tweets (@ians_india) December 17, 2021
Photo: IANS (File) pic.twitter.com/RXFfbc5bMq