জুলাই 8, 2024
Latest:
সাহিত্য চর্চা

এখনও হয়নি সূর্যোদয়

কল্লোল বিশ্বাস

এখনও আমার হয়নি সকাল
এখনও হয়নি সূর্যোদয়।
এখনও আমার অন্নদাতা
শীত-রাস্তায় জেগে রয়।

এখনও শাসক রাঙায় চোখ
বিভেদের প্রাচীর সর্বত্র।
তুমি হিন্দু আমি মুসলিম
প্রাণহানি নিয়ে জাত আর গোত্র।

এখনও করোনা দিচ্ছে কামড়
কোটি কোটি প্রাণ যাচ্ছে ঝরে।
এখনও বসুধা হয়নি সুস্থ
মানুষ তাই আজ বন্দী ঘরে।

নতুন বছর নতুন দিন
মোর কাছে তাই অর্থহীন।
পৃথিবী আগে উঠুক সেরে
আনন্দ করব আর এক দিন।