জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

জাপানে সূর্যোদয়, জার্মানিকে হারালো এশিয়ার শক্তি

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

এটাকে কি অঘটন বলা যাবে! না বলতে হবে সঠিক ফুটবলের জয়! সৌদি আরবের আর্জেন্টিনাকে হারানোর পরে আর এক এশিয়া শক্তির উথান কাতার বিশ্বকাপে। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারালো জাপান।

ম্যাচের শুরু থেকেই লড়াই দেখা যায় কাতারের ফুটবলে। ম্যাচের ৫ মিনিটে প্রথম কর্ণার পায় জাপান। তার তিন মিনিট পরেই জাপানের মিয়েদা গোলও করেন। যদিও অফসাইডের জন্য বাতিল হয়ে যায় গোলটি। তবে ৩৩ মিনিটে পেনাল্টি পেয়ে জার্মানির গুন্ডায়ান গোল করেন। জাপানের গোলরক্ষক বক্সের মধ্যে ফাউল করেন জার্মানির এক ফুটবলারকে। আর প্রথমার্ধে একাধিক গোল মিস করে জার্মানরা। গোল করার একাধিক সুযোগ পেয়েছিল জাপানও। তারাও সুযোগ কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে জার্মানি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গুন্ডয়ার একটি দুরন্ত শট পোস্টে লেগে ফিরে আসে। তবে লড়াই করেন এশিয়ার শক্তি জাপান। ৭৫ মিনিটে জাপানের হয়ে প্রথম গোল করেন রিটসু ডোয়ান। সমতা ফেরানোর পর আরও চাপ বাড়ায় জাপান। মুলাররা গোল করার চেষ্টা করলেও লাভ হয়নি। ৮৩ মিনিটে অনবদ্য গোলে জাপানকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তাকুমা আসানো। দেশের ফুটবলের সূর্যোদয় কাতারে করলো জাপান।