জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

সুপ্রিম কোর্ট সরিয়ে দিলো ফেডারেশন কর্তাদের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কমিটি থেকে সরতে হচ্ছে প্রফুল্ল প‍্যাটেলদের। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে,ভারতীয় ফুটবল পরিচালনার জন‍্য তিন সদস‍্যর কমিটি করা হয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল্লর কমিটি এ বার থেকে আর ফুটবল সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য তিন সদস্যের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স গঠন করেছে সুপ্রিম কোর্ট। সেই কমিটি সরাসরি দেশের শীর্ষ আদালতের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলবে। সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি পিএস নরসীমার তিন সদস্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। তিন সদস্যের যে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স তৈরি করা হয়েছে, তার নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ আর দাভে, জাতীয় নির্বাচন কমিশনের প্রাক্তন কমিশনার এস ওয়াই কুরেশি এবং প্রাক্তন ভিরত অধিনায়ক ভাস্কর গাঙ্গুলি।