জ্বলে উঠল মশাল, মরসুমে প্রথম জয় পেল ইমামি ইস্টবেঙ্গল

এনএফবি,স্পোর্টস ডেস্কঃ

এক মাসও শুরু হয়নি দল ৷ অনুশীলন শুরু করেছে তার মধ্যেই ইমামি ইস্টবেঙ্গলে চলে এলো মরসুমের প্রথম জয়। ডুরান্ড কাপ থেকে ছিটকে গেলেও মুম্বই এফসিকে ৪-৩ গোলে হারিয়ে মরসুমের প্রথম জয় পেয়ে গেলো ইমামি ইস্টবেঙ্গল।

এদিন কিশোর ভারতীতে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ নির্ভর ফুটবল খেলে লাল হলুদ ব্রিগেড। ১৬ মিনিটে মুম্বই সিটি এফসি গোলকিপারকে একা পেয়েও সরাসরি তাঁর হাতে মারেন ক্লেইটন সিলভা। পরের মিনিটেই এগিয়ে যায় লালহলুদ। বাঁদিক থেকে ভেসে আসা সেন্টারে হেডে গোল করে ইমামি ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সুমিত পাসি। ২১ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রিকিক থেকে দুরন্ত গোল করে ২–০ করেন ক্লেইটন সিলভা। ২৭ মিনিটে খেলার গতির বিরুদ্ধে ব্যবধান কমায় মুম্মই সিটি এফসি। বাঁদিক থেকে বল নিয়ে উঠে এসে সেন্টার করেন বিপিন। মুম্বই সিটির এক ফুটবলার বল বুক দিয়ে নামিয়ে দেন। সেই বলে দুরন্ত ভলিতে ব্যবধান কমান স্টুয়ার্ট। ৩৪ মিনিটে ক্লেইটন সিলভার পাস ধরে গোল লক্ষ্য করে শট নেন সুমিত পাসি। বল মুম্বই সিটি এফসি–র গোলকিপারের হাতে লেগে গোলে ঢুকে যায়। পরের মিনিটেই ব্যবধান কমান ছাংতে। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর শট ইমামি ইস্টবেঙ্গলের গোলকিপার বাঁচাতে পারেননি। ৪২ মিনিটে বাঁ পায়ের শটে সমতা ফেরান ছাংতে প্রথমার্ধে খেলার ফল থাকে ৩–৩। দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গলের অ্যালেক্স লিমা, সুমিত পাসি, ক্লেইটন সিলভারা সহজ সুযোগ নষ্ট করেন। মুম্বই সিটি–র সামনেও জয়ের সুযোগ এসেছিল। ৭২ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন বিপিন। তাঁর শট পোস্টে লেগে বাইরে যায়। ৮১ মিনিটে ইমামি ইস্টবেঙ্গলের হয়ে জয়সূচক গোল করেন ক্লেইটন সিলভা। জেরির নিচু সেন্টার মুম্বই সিটি গোলকিপার আংশিক প্রতিহত করলে বল যায় ক্লেইটন সিলভার কাছে। গোল করতে করেন। ম্যাচ শেষে সেলিব্রেশনে মাতেন লাল হলুদ ব্রিগেড।