শহরবাসীকে লাঠির ভয় দেখানো হচ্ছে, অভিযোগ বামফ্রন্টের

এনএফবি, মুর্শিদাবাদঃ

কংগ্রেস, বিজেপির মতোই সন্ত্রাসের অভিযোগ তুলল মুর্শিদাবাদ জেলা বামফ্রন্ট। সন্ত্রাসের কারণেই বামফ্রন্টের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করছে বলে দাবি সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লার।

সাংবাদিক বৈঠকে জামির মোল্লা বলেন,”মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য বামপন্থী কর্মীদের উপর চাপ সৃষ্টি করছে শাসক দল। ইতিমধ্যেই দিনহাটা, সাঁইথিয়া, সিউরি এই সমস্ত পুরসভা গুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জিতেছে। তৃণমূল প্রশাসনকে নিয়ে যেভাবে হুমকি, মারধর এবং গুলিগোলা চালাচ্ছে তাতে অনেক প্রার্থী প্রাণের ভয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছেন। শাসকদল ভোটে মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ দিচ্ছে না, গণতন্ত্রের নামে তারা নির্লজ্জভাবে বামপন্থী প্রার্থীদের উপর মনোনয়ন প্রত্যাহার করার জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছেন, পরিবারের উপর চাপ সৃষ্টি করছে।” বহরমপুরে সিপিএমের শরীক দলের ২১ নম্বর ওয়ার্ডের প্রার্থী সুবল রায় চৌধুরীকে ভয় দেখিয়ে জোর করে প্রার্থীপদ প্রত্যাহার করানো হয় বলে জানান জামির মোল্লা।

আরও পড়ুনঃ শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল অধীরের

প্রবীণ সিপিএম নেতা নৃপেণ চৌধুরী বলেন, “আজকে শাসকদলের একটি মিছিল বেরিয়েছে। মিছিলে ফেস্টুনের চেয়ে বড় বড় লাঠির ব্যবহার করা হয়েছে। তারমানে শহরবাসীকে এই লাঠি দেখিয়ে ভয় দেখানো হচ্ছে।” মানুষ যাতে নির্বাচনের দিনে তাঁর গণতন্ত্রের অধিকার প্রয়োগ করতে পারে তার জন্য নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা করতে হবে বলে জানান নৃপেণ চৌধুরী।