জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

বেঙ্গালুরুতে বাঙালি বডিবিল্ডারদের জয় জয়কার

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে সদ্যসমাপ্ত জাতীয় দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বডিবিল্ডাররা নিজেদের আধিপত্য স্থাপন করলো। ২৫ ও ২৬ জুনে অনুষ্ঠিত হওয়া অ্যামেচার বডি বিল্ডার্স অ্যান্ড ফিজিক স্পোর্টস ফেডারেশন (এবিপিএফ) ইন্ডিয়া পরিচালিত ঐতিহ্যবাহী ভারত কেশরী (মাস্টার্স – ৪০ বছর উর্দ্ধ) শিরোনাম অর্জন করেন দক্ষিণ ২৪ পরগনার সমীর হালদার ও ভারতশ্রী (সিনিয়র মিস্টার ইন্ডিয়া) -তে দ্বিতীয় স্থান অধিকার করেন হাওড়ার কৃশাণু সেন। এছাড়াও ভারত কেশরী (মাস্টার্স – ৫০ বছর উর্দ্ধ) -তে চতুর্থ স্থান দখল করেন কলকাতার শেহজাদা ফিরোজ। বাঙলার বডিবিল্ডারদের এই সাফল্যে গর্বিত পশ্চিমবঙ্গ দলের কোচ ও জাতীয় তথা আন্তর্জাতিক বিচারক শেখ নূর স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত ও আগামী প্রতিযোগিতায় এই রাজ্যের প্রতিযোগিতার আরও ভালো ফল করবে বলে আশাবাদী।