জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

থমকে সেতু নির্মাণের কাজ, প্রাণের ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

পাঁচ বছর ধরে ভগ্ন প্রায় অবস্থায় পড়ে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলাঘাট পঞ্চায়েত সমিতির দেরিয়াচক গ্রাম পঞ্চায়েতের হীরাপুর গ্রামের সোয়াদিঘি খালের উপরের কাঠের সেতু। প্রত্যেকদিনই ছোট বড়ো দূর্ঘটনা লেগেই থাকে এই কাঠের ব্রিজে। এই কাঠের সেতু দিয়ে প্রত্যেকদিন কয়েক হাজার মানুষের যাতায়াত। একটি হাইস্কুল, দুটি জুনিয়ার স্কুল, একটি মাদ্রসা, একটি প্রাথমিক স্কুলের ছাত্র ছাত্রীরা যাতায়াত করে এই কাঠের সেতুর উপর দিয়ে। বহু মানুষ ব্রিজ থেকে পড়ে আহত হয়েছে, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসীদের অভিযোগ, বারে বারে তারা পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি,বিডিও,জেলা পরিষদ সহ বিভিন্ন প্রশাসনিক স্তরে জানিয়েও কোন সুরাহা পায়নি। বেহাল দশা এই সেতুর। যে কোনো মুহূর্তে ভেঙ্গে পড়তে পারে,ঘটতে পারে প্রাণহানির ঘটনাও। এই সেতুর দুবার সয়েল টেস্টও হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না জানান, “ওই সেতু দীর্ঘদিন ধরে ভগ্ন এবং প্রায় দূর্ঘটনা ঘটে এবং মানুষ জন আহত হয়েছে। এই সেতুটি নতুন করে নির্মাণের জন্য সরকারের কাছে সমস্ত কিছু পাঠানো হয়েছে।” তবে ওই সেতুর কাজ খুব শীঘ্রই হবে আশ্বাস প্রশাসনিক কর্তার। তবে এই আশার মধ্যেও প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে কয়েক হাজার মানুষ।