পরকীয়ার অভিযোগে যুবক – যুবতীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

বিবাহিত মহিলার সাথে এক যুবকের পরকীয়ার অভিযোগ তুলে রাতভর বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে মারধর করা হলো। দ্রুত গতিতে মোবাইল বন্দী হয়ে সেই ছবি ভাইরাল হয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই যুবক আর ওই গৃহবধূকে উদ্ধার করে নিয়ে আসে থানায়। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের কুলদহ গ্রামে। জানা যায় কুলদহ গ্রামের এক গৃহবধূর সাথে পাশের গ্রামের এক যুবককে শুক্রবার রাতে গ্রামের লোক অপ্রীতিকর অবস্থায় দেখে আটক করে। তারপরে তাদের গ্রামেরই এক বৈদুতিক খুঁটিতে বেঁধে মারধর চালানো হয় । খবর পেয়ে শনিবার সকালে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো নিন্দার ঝড় ওঠে সর্বত্রই।

নিজস্ব চিত্র